www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালো-লাগার গান

কয়েকটি গান যা শুনে ভালো লাগবে আশা করি গানের কথা সহ দিলাম । গান শুনতে চাইলে নামের উপর ক্লিক করবেন


কিনে দে রেশমি চুরি



কিনে দে রেশমি চুরি

নইলে যাব বাপের বাড়ি

দিবি বলে কাল কাটালি

জানি তোর জারি জুরি||


গতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি

শাড়ী না দিয়ে আমায় খাওয়ালি ছোলা মুড়ি ||


কিনে দে রেশমি চুরি

নইলে যাব বাপের বাড়ি

দিবি বলে কাল কাটালি

জানি তোর জারি জুরি


মিচে কথায় তোর মত কেউ নেইরে আর

তোর তুলনা পাওয়া জগতে যে ভার ||


ভাল মানুষ পেয়ে আমায়

ভোলালি কি ছলনায়

এবারে ভোলবনা তো যত করিস্‌ ছলছাতুরী ||


কিনে দে রেশমি চুরি

নইলে যাব বাপের বাড়ি

দিবি বলে কাল কাটালি

জানি তোর জারি জুরি


টাকা যদি নাথাকে তো না দিবি

হাত ধরে আমায় আপন করে নিবি ||


আমি জ্বালাতে তোকে বলেছি কত বকে

জানিস্‌ প্রেম কমবে না তো যত হই বুড়ো-বুড়ি ||


কিনে দে রেশমি চুরি

নইলে যাব বাপের বাড়ি

দিবি বলে কাল কাটালি

জানি তোর জারি জুরি

__________________________________________

আয় খুকু আয় /কাটেনা সময়


আয় খুকু আয়

কাটেনা সময় যখন আর কিছুতে

বন্ধুর টেলিফোনে মন বসে না

জানালার গ্রীলটাতে ঠেকাই মাথা

মনে হয় বাবার মত কেউ বলে না

আয় খুকু আয় খুকু আয়

আয়রে আমার সাথে গান গেয়ে যা

নতুন নতুন সুর নে শিখে নে

কিছুই যখন ভাল লাগবে না তোর

পিয়ানোয় বসে তুই বাজাবিরে

আয় খুকু আয় খুকু আয় ।


সিনেমা যখন চোখে জ্বালা ধরায়

গরম কফির মজা জুড়িয়ে যায়

কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি

মনে হয় বাবা যদি বলতো আমায়

আয় খুকু আয় খুকু আয়

আয়রে আমার সাথে আয় এখনি

কোথাও ঘুরে আসি শহর ছেড়ে

ছেলেবেলার মত বায়না করে

কাজ থেকে নেনা তুই আমায় কেড়ে

আয় খুকু আয় খুকু আয় ।


দোকানে যখন আসি সাজবো বলে

খোঁপাটা বেঁধে নেই ঠাণ্ডা হাওয়ায়

আরশিতে যখনই চোখ পড়ে যায়

মনে হয় বাবা যেন বলছে আমায়

আয় খুকু আয় খুকু আয়

আয়রে আমার কাছে আয় মামনি

সবার আগে আমি দেখি তোকে

দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই

কেমন কাজল দিলি কালো চোখে

আয় খুকু আয় খুকু আয় ।


ছেলেবেলার দিন ফেলে এসে

সবাই আমার মত বড় হয়ে যায়

জানিনা কজনে আমার মতন

মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়

আয় খুকু আয় খুকু আয়

আয়রে আমার পাশে আয় মামনি

এ হাতটা ভাল করে ধর এখনি

হারানো সেদিনে চল চলে যাই

ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি

আয় খুকু আয় খুকু আয় ।


(সুরঃ ভি বালসারা, শিল্পীঃ হেমন্ত মুখার্জী ও শ্রাবন্তী মজুমদার)


অসম্ভব সুন্দর গান

_______________________________________________

ছোট গল্প-কুমার বিশ্বজিৎ


ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা

হৃদয় গভীরে অচেনা ভালোবাসা

আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প

তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প


রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন

এই মন তোমারি আশায় স্বপ্নে বিভোর সারাক্ষন (২)

আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প

তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প
______________________________________________________
আলটুসি ক্যান্টিন (শ্রেয়া ঘোষাল)

Track: Altushi Canteen
Artist: Shreya Ghoshal
শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি নাকি স্মৃতি দাগে ...
কাঁপছিল মন, নিরালা রকম, ডাকনাম নামলো পরাগে...
কে হারায় ... ইশারায় ...
সাড়া দাও ফেলে আসা গান ...
রূপকথারা রা রা রা রা
চুপকথারা রা রা রা রা
ফুরফুরে এক রোদের জন্মদিন !
মনপাহারা রা রা রা রা
বন্ধুরা রা রা রা রা
আজ খোলা আলটুসি ক্যান্টিন !
বোবা ইমারত, অকুলানো পথ, শালিকের সৎ অনুরাগে ,
বলেছে আবার জানলার ধার, ধার-বাকি হাতে চিঠি জাগে !
কে হারায় ... ইশারায় ...
সাড়া দাও ফেলে আসা গান ...
রূপকথারা রা রা রা রা
চুপকথারা রা রা রা রা
ফুরফুরে এক রোদের জন্মদিন !
মনপাহারা রা রা রা রা
বন্ধুরা রা রা রা রা
আজ খোলা আলটুসি ক্যান্টিন !
রোদেলা বেলার, কবিতা খেলার, শীত-ঘুম বই-এর ভাঁজে,
বেসামাল ট্রাম, মুঠোর বাদাম, জ্বালাতনে গাংচিলটা যে |
ঝরে একাকার, বালি ধুলো তার , তুলো তুলো বেখেয়াল |
হঠাৎ শহর, পুরনো মোহর, মহড়া সাজানো আবডালে |
লজ্জা চিবুক, বানভাসি সুখ, শুক-সারি গল্প নাগালে |
কে হারায় ... ইশারায় ...
সাড়া দাও ফেলে আসা গান ...
রূপকথারা রা রা রা রা
চুপকথারা রা রা রা রা
ফুরফুরে এক রোদের জন্মদিন !
মনপাহারা রা রা রা রা
বন্ধুরা রা রা রা রা
আজ খোলা আলটুসি ক্যান্টিন !

বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১৩৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ২১/০৯/২০১৩
    ব্যাপক
  • রোদের ছায়া ১৫/০৯/২০১৩
    ভালো ভালো কিছু গানের লিরিক দেয়ার জন্য ধন্যবাদ।
  • ওয়াহিদ ১৫/০৯/২০১৩
    Song Gular Lyric valo .....
  • মোকসেদুল ইসলাম ১৫/০৯/২০১৩
    মন ভরে গেল দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ
  • আপনি ঠিকই বলেছেন। গান বোদ্ধার জন্য এগুলো ভীষণ এক রকম উপাদান। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
 
Quantcast