একদিন হবে দেখা
আমি যদি না থাকি আর তোমাদের মাঝে
ভুলে যেওনা বন্ধু আমায় হাজারো স্মৃতির ভীড়ে
আমি হয়ত থাকবনা আর তোমাদের আড্ডা গল্পে
মনে রেখো তোমরা বন্ধু আবার আসব ফিরে
পৃথিবীর কঠিন জীবনে হয়তো হবেনা দেখা
তবু বন্ধু মনে রেখো একদিন হবে দেখা
মরনের পর আরো দিন আছে সেদিন আমায় ভুলোনা
আমাদের বন্ধুত্বের সাথে পৃথিবীর হয়না তুলনা
১১:২৫PM
০৮/০৮/২০১২
আমি জানি কবিতাটা ভাল হয়নি। তবে মন থেকে লেখা
ভুলে যেওনা বন্ধু আমায় হাজারো স্মৃতির ভীড়ে
আমি হয়ত থাকবনা আর তোমাদের আড্ডা গল্পে
মনে রেখো তোমরা বন্ধু আবার আসব ফিরে
পৃথিবীর কঠিন জীবনে হয়তো হবেনা দেখা
তবু বন্ধু মনে রেখো একদিন হবে দেখা
মরনের পর আরো দিন আছে সেদিন আমায় ভুলোনা
আমাদের বন্ধুত্বের সাথে পৃথিবীর হয়না তুলনা
১১:২৫PM
০৮/০৮/২০১২
আমি জানি কবিতাটা ভাল হয়নি। তবে মন থেকে লেখা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২১/০৯/২০১৩মন ছুয়ে গেল
-
jayasree ১৭/০৯/২০১৩মন থেকে লেখা কবিতাই তো কবিতা । আপনার অনুভুতি অসাধারন ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৭/০৯/২০১৩সুন্দর আপনার আকাংখা।