পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু
সিলেট কাজলশাহ্ দিঘীতে কিছুক্ষন আগে একটি লাশ পাওয়া গিয়েছে। ছেলেটি স্থানীয় কবিরাজ বাড়িতে কাজ করত নাম প্রদীপ। গতকাল রাত থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিলনা, থানায় সাধারন ডায়েরী করা হয়েছিল। আজ সন্ধ্যা পরে এলাকার একজন গোসল করতে গিয়ে তার লাশ আবিষ্কার করেন। উল্লেখ্য তার মৃগী রোগ ছিল এবং বছরের এই সময়টাতে প্রতিবার পুজোর উদ্দেশ্যে দিঘীর উপর ভাসমান মন্ডপ তৈরী করা হয় তাই গতকাল ছেলেটি ডুবে যাওয়ার পর মন্ডপের নিচে থাকায় কেউ দেখতে পায়নি। এখন পুলিশ আসেনি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/০১/২০১৫শিশুটির জন্য থাকলো শুভ কামনা।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১২/১০/২০১৩সহমত পোষন করছি সবার সাথে।
-
সহিদুল হক ১১/১০/২০১৩মর্মান্তিক ঘটনা।
-
সুবীর কাস্মীর পেরেরা ১১/১০/২০১৩বড় করুণ। খুব খারাপ লাগল