মাথাগরম
সি,পি,ইউ হচ্ছে গরম
থার্মাল চাঁদি নরম
শর্ট সার্কিটের সম্ভাবনা
কারেন্ট গেইন বাড়ছেনা
ক্যাপাসিটরের ক্যাপাসিটি
কমছে চার্জ মাইনোরিটির
চার্জ ক্যারিয়ার শূণ্য
লিকেজ কারেন্ট নগন্য
ট্রানজিস্টরে ডাবল রিভার্স
এটাই আমার মাথার বায়াস
ডায়োড আছে নিচের দিকে
কানেকশন অ্যামপ্লিফায়ারে
আউটপুটে রেজিস্টর
ইনপুটে যা ট্রিগার কর
থার্মাল চাঁদি নরম
শর্ট সার্কিটের সম্ভাবনা
কারেন্ট গেইন বাড়ছেনা
ক্যাপাসিটরের ক্যাপাসিটি
কমছে চার্জ মাইনোরিটির
চার্জ ক্যারিয়ার শূণ্য
লিকেজ কারেন্ট নগন্য
ট্রানজিস্টরে ডাবল রিভার্স
এটাই আমার মাথার বায়াস
ডায়োড আছে নিচের দিকে
কানেকশন অ্যামপ্লিফায়ারে
আউটপুটে রেজিস্টর
ইনপুটে যা ট্রিগার কর
________________________________
যাঁরা বোঝতে পারেননাই তাদের কাছে দুঃখিত।
২০১১ এর নভেম্বরে ২৬ বা ২৭ তারিখ রাতে আব্বার বকা খেয়ে এইটা লিখেছিলাম।
পড়া লেখার চাপের ব্যাপারে মূলত এটি লেখা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ০৪/১০/২০১৩নিচের লাইনটা পড়ে আঁচ করেছি
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৪/১০/২০১৩চমৎকার লিখেছেন দাদা।সুন্দর।
-
Înšigniã Āvî ০৪/১০/২০১৩বাহ.....
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৪/১০/২০১৩অপারেশন থিয়েটর
চুরি কাঁচি বের কর
চমৎকার কবিতা ভালো লেগেছে