www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আপনার বিবেক কি বলে

দয়া করে কেউ এড়িয়ে যাবেননা।। কয়েকটা মিনিট নষ্ট করে পড়লে সমাজের কোন উপকার ও হতে পারে।।
( অনেক আগে ফেইস্‌বুকে দেওয়া স্ট্যাটাস এখানে আবার দিলাম )
আজ অনেক ক্লান্ত ছিলাম তাই তারাতারিই ঘুম আসছিল কিন্তু একটা ডকুমেন্টারি দেখে আর ঘুমাতে পারলাম না।। আপনার মনে যদি এতটুকু দয়া-মায়া থাকে তাহলে আপনার ও ঘুম হারাম হয়ে যাবে।। আমরা কি করছি এই দেশের জন্য।। হরতাল,দাঙ্গাবাজি,নোংরা রাজনীতি।। আমরা অনেকেই দাবি করব আমি ভাল কিছু করতে চাই বা করেছি, কিন্তু একবার ও কি ভেবে দেখেছেন শিশু নির্যাতন বন্ধের জন্য কি করেছেন,আপনি বলবেন চোখে পড়েনা,অথচ আপনার আশে-পাশেই ছোট-খাট ঘটনা ঘটছে কিন্তু আপনি দেখছেন না।কারন আপনি মনে-প্রাণে শিশু-নির্যাতন বন্ধ করতে চাইছেন না আপনি শুধু মাত্র চোখের সামনে কিছু ঘটলে তা যদি সম্ভব হয় তবে কিছু করার ইচ্ছা করেন। এই ডকুমেন্টারী দেখলে বুযবেন আমাদের সমাজে কি অধপতন হয়েছে।। আপনি ও হয়ত এরকম কম বয়ষের কাউকে পেলে অপরাধবোধে ভোগতেননা কারন আপনি বিনীময়ে টাকা দিচ্ছেন, কিন্তু আমার এই পোস্ট পড়ে যদি আপনার কিঞ্ছিত মনে মায়ার উদ্দ্রেগ হয় তবে আমার লেখাটা সার্থক মনে করব...... এই লিঙ্ক এ দেখুন>>> https://www.facebook.com/photo.php?v=10151490346358535

আপনারা চাইলে এই ভিডিও টা ও দেখতে পারেন>>> https://www.facebook.com/photo.php?v=10151492618468535
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৬৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নির্জন ০৮/১০/২০১৩
    grin
    • ভাই আপনে দেখি হাসতে হাসতে শেষ। আমি কি উল্টা-পালটা কিছু লিখলাম :P ?
  • আমাদের বিবেক জাগ্রত হোক যে কোন নির্যাতনের বিরুদ্ধে। সচেতন সমাজ গড়ার চেষ্টায় পাশে থাকবো
    • আপনাকে পাশে পেয়ে অনেক ভাল লাগল দাদা । সবাই চেষ্টা করলে এসব ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। শুধু লেখায় নয় আমি কাজে বিশ্বাসী
  • সত্যি খুব খারাপ লাগল
 
Quantcast