বৃষ্টি
বৃষ্টি পরে বৃষ্টি পরে
নাচে হৃদয় তারই তালে
ঝম ঝমা ঝম বৃষ্টি পরে
কাঁপছে পাখি গাছের ডালে
বজ্রপাতের মাতাল ডাকে
উঠছে আমার মনটা কেঁপে
বৃষ্টি ভেজা পথের ধারে
ডাঁকছে শিয়াল করুণ সূরে
ব্যাঙ গুলোর আজ ঘুম ভেঙেছে
খুঁজছে তাদের সঙীনিকে
ঝিঁঝিঁ পোকা হঠাত করে
আঁধার রাতে চুপ মেরেছে
ফোঁটা ফোঁটা মেঘের জলে
দিচ্ছে চুমু আমার গালে
১০/০৮/২০১২
০১ঃ৩০ এ এম
নাচে হৃদয় তারই তালে
ঝম ঝমা ঝম বৃষ্টি পরে
কাঁপছে পাখি গাছের ডালে
বজ্রপাতের মাতাল ডাকে
উঠছে আমার মনটা কেঁপে
বৃষ্টি ভেজা পথের ধারে
ডাঁকছে শিয়াল করুণ সূরে
ব্যাঙ গুলোর আজ ঘুম ভেঙেছে
খুঁজছে তাদের সঙীনিকে
ঝিঁঝিঁ পোকা হঠাত করে
আঁধার রাতে চুপ মেরেছে
ফোঁটা ফোঁটা মেঘের জলে
দিচ্ছে চুমু আমার গালে
১০/০৮/২০১২
০১ঃ৩০ এ এম
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/০১/২০১৫বৃষ্টির কবিতাটি চরম ভালো লাগলো।