ব্লাড ক্যাম্পেইন
Youth association of Bangladesh (YAB) এর আয়োজনে ও FPAB এর সহযোগীতায় ব্লাড গ্রুপিং টেস্ট ক্যাম্প অনুষ্ঠিত হল International University -র আঙ্গিনায়। নূন্যতম মূল্যে ব্লাড গ্রুপ, HIV, HBsAg (Hepatitis-B) টেস্ট করা হল। তরুণ YAB সদস্যদের এই ক্ষুদ্র প্রয়াস সফল করেছেন এক ঝাঁক তারুন্যদীপ্ত তরুণ। ধন্যবাদ তাদের সবাইকে।
প্রোগ্রামের কিছু ছবি নিচে দেওয়া হলঃ
- আজ মোট ৬৬ জন রক্ত পরীক্ষা করেছেন। তার মধ্যে ২১ জন মেয়ে এবং ৪৫ জন ছেলে ছিলেন এবং সবার বয়স ছিল ১৭ থেকে ২৫ বছর এর ভিতরে।
- BG(Blood Group) টেস্ট করেছেন ৫৬ জন। ১৭ জন মেয়ে ৩৯ জন ছেলে।
- HIV টেস্ট করেছেন ২৩ জন। ৬ জন মেয়ে ১৭ জন ছেলে।
- HBsAg (Hepatitis-B) টেস্ট করেছেন ১১ জন। ৩ জন মেয়ে ৮ জন ছেলে
- ০৯/১১/২০১৩
প্রোগ্রামের কিছু ছবি নিচে দেওয়া হলঃ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/০১/২০১৫অনেক অনেক ভালোবাসা আর শুভ কামনা রইলো।
-
সুমাইয়া বরকতউল্লাহ্ ১০/১১/২০১৩অনেক বড় মহৎ কাজ। আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১১/২০১৩আপনাদের সময়োপযোগী সাহসী উদ্যোগের জন্য অভিনন্দন। সামনে র পোস্টের জন্য অপেক্ষায় আছি।