শীত বস্ত্র বিতরণ
গতকাল জানুয়ারির ৩ তারিখ বিকালে Youth Association of Bangladesh এর পক্ষ থেকে সিলেটের কালাগুল এলাকায় শিব মন্দিরের পাশে কম্বল বিতরণ করা হয়। প্রথমে একজন ১৫০ এর উর্ধে বয়স্ক এক মহিলাকে দিয়ে কার্যক্রম শুরুকরা হয়। উল্লেখ্য এই এলাকা পাহাড়ি ও দূর্গম হওয়ায় এখানে সাধারনত কেউ শীতবস্ত্র নিয়ে যায়না অথচ এখানকার পাত্র আদিবাসীরা অত্যন্ত নাজুক জীবন যাপন করে।
এর আগে ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে গোলাপগঞ্জ এলাকায় ও আমরা কিছু কম্বল বিতরণ করি।
নিচে কিছু ছবি দেওয়া হয়েছে। কালাগুল এর শিব মন্দিরের পাশে বিতরনের ছবি দেওয়া আছে। এর পর আরো ভিতরে ও কিছু কম্বল বিতরন করেছি। ওই জায়গা খুবই দূর্গম হওয়ায় সবাই যেতে পারেনি। আমি মেম্বারের সাথে বাইকে করে দিয়ে এসেছি তাই ছবি তোলা হয়নি।
গোলাপ গঞ্জ
কালাগুলে বয়স্ক মহিলাকে দিয়ে শুরু হচ্ছে
কালাগুল প্রথমবার বিতরণের পর পাত্র আদিবাসী ও মেম্বারের সাথে
প্রথম বার যখন কম্বল কিনি। পরবর্তিতে আর দুইবার কম্বল কেনা হয়েছে
এর আগে ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে গোলাপগঞ্জ এলাকায় ও আমরা কিছু কম্বল বিতরণ করি।
নিচে কিছু ছবি দেওয়া হয়েছে। কালাগুল এর শিব মন্দিরের পাশে বিতরনের ছবি দেওয়া আছে। এর পর আরো ভিতরে ও কিছু কম্বল বিতরন করেছি। ওই জায়গা খুবই দূর্গম হওয়ায় সবাই যেতে পারেনি। আমি মেম্বারের সাথে বাইকে করে দিয়ে এসেছি তাই ছবি তোলা হয়নি।
গোলাপ গঞ্জ
গোলাপ গঞ্জ
কালাগুলে বয়স্ক মহিলাকে দিয়ে শুরু হচ্ছে
কালাগুল প্রথমবার বিতরণের পর পাত্র আদিবাসী ও মেম্বারের সাথে
প্রথম বার যখন কম্বল কিনি। পরবর্তিতে আর দুইবার কম্বল কেনা হয়েছে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/০১/২০১৫সেলুট এই মহতি উদ্যোগ কে।
-
আলোকিত অন্ধকার ০৬/০৮/২০১৪এভাবে যদি এগিয়ে আসত !!!!!!!!!!!
-
אולי כולנו טועים ০৫/০১/২০১৪আমার খুব ভালো লাগলো আপনার অসাধারণ এই মানবতাবাদী উদ্যোগ - সুযোগ হলে কোনো একদিন আপনাদের সাথে যাবার ইচ্ছে।
-
প্রবাসী পাঠক ০৪/০১/২০১৪খুব ভাল উদ্যোগ। এই প্রক্রিয়ার সাথে যুক্ত সবার জন্য রইল শুভ কামনা।
-
Înšigniã Āvî ০৪/০১/২০১৪খুব ভাল উদ্যোগ