www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছেলেটি ও মেয়েটি

রাতের আকাশে একটা দুটা তারা ভাসে
মেঘের ফাঁকে উকি দিয়ে চাঁদ মামও হাসে
মনটা কেমন জানি করে ওঠে দখিনা বাতাসে

ছেলেটি বসে ছিল আমগাছটার নিচে
তার মোহিনী বাঁশির সুরে মনটা উঠে নেচে
কি বিষাদ ঝরে যেন সেই সুরে
বাঁশির সুর মিলিয়ে যায় দূর বহুদূরে

জানালার ধারে বসে চাঁদের দিকে চেয়ে
মেয়েটি নিরবে চোখের জল ফেলে
ভাবে কি আছে সেই বিষাদময় সুরে

প্রতি রাতে শোনা যায় অদ্ভুত সেই সুর
রাতের অন্ধকারে মিশে চলে যায় বহুদূর
বাঁশি ওয়ালা বাঁশি বাজায় মায়াবী সে সুর
সে কি জানে তার জন্য কেউ হয়েছে ব্যাকুল

মেয়েটির প্রাণে বাজে দুঃখের বাসনা
ছেলেটি কে কোথায় থাকে জানা হলনা
কখনো কি তার সাথে দেখা হবেনা

দূর বহুদূরে ছোট্ট একটি ছেলে
কি জানি শুনতে থাকে খেলাধুলা ফেলে
মাঠে-ঘাটে, বন-বাঁদাড়ে, আকাশ-বাতাস সব কাঁপিয়ে
বাঁশি বাজে যেন আর্তনাদের সুরে

ভেসে যায় সে সুর দূর বহুদুরে
অন্ধকার আছে যত ভরে যাবে সুরে
দূর বহুদূরে আজও সবাই শিনে
ছেলেটির সেই আর্তনাদ রয়ে গেছে সুরে

২৯/০২/২০১২

বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পরিচিত ঘটনার কাব‌্যিক বর্ণনা অতুলনীয়। শেষটায় নতুন মাত্রার সংযোজন আরো আকর্ষণীয় করেছে কবিতাকে। খুব ভালো
  • খুবই সুন্দর একটি বিষয়।মন ছুঁইয়ে গেল।আরও কবিতা চাই এই জাতীয়।
  • Înšigniã Āvî ০২/১০/২০১৩
    দুর্দান্ত....
  • ইব্রাহীম রাসেল ০২/১০/২০১৩
    বাহ বাহ, দারুণ একটি কবিতা, ভালো লাগলো
  • শফিক মাহমুদ ০২/১০/২০১৩
    কে ঐ বাজায় মরন বাঁশি
    আমায় কাঁদায় দিবা-নিশি।

    বাঁশির টান বড় টানরে দাদা
    কৃষ্ণ প্রেমে অবুজ রাধা।।।

    ছন্দের তুলনা হয়না
    ভালো লেগেছে।।
    • আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আসলেই বাঁশির টান বড় টান। ছোট বেলায় বাড়িতে শুনতাম রাতে ১২টার দিকে কে জানি বাশি বাজাচ্ছে তাকে আমি চিনতাম। সবাই বলে রাতে বাশি বাজালে পরী ধরে সে ও সম্ভবত এই কারনে বাজাতো । তাকে অনেক সেধেছি আমাকে বাশি শিখানোর জন্য শেখায়নি। সে বলে তোমরা বড়লোক মানুষ তোমরা বাশি শিখে কি করবে। কিন্তু তার বাশি শুনলে আমার খুব ভাল লাগত তখন থেকে বাশির প্রতি একটা টান তৈরী হয়ে যায়
  • বাঁশিওয়ালা ০১/১০/২০১৩
    ভাই আপনার কবিতা পড়ে বোঝা গেল আপনি বাঁশির ব্যাপারে অনেক জানেন এবং বাজান। তা না হলে এমন কথা লিখা সম্ভব ছিলনা। বাঁশিকে বোঝা বড়ই অসাধ্য আপনি ঠিকই সাধন করে নিয়েছেন আপনার এই চরম লেখনির মাধ্যমে ।
    • আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। বাশি বাজানোর ইচ্ছা থাকলে ও সবসময় পারিনা। দরজা লাগিয়ে বাজাই তাও কিছুক্ষন পড় আম্মা এসে বকা দেয় কি সব প্যান প্যান বন্ধ কর। তাই মাঝে মাঝে লুকিয়ে চেষ্টা করা পর্যন্তই শেখা আর হয়নি :p
 
Quantcast