ছেলেটি ও মেয়েটি
রাতের আকাশে একটা দুটা তারা ভাসে
মেঘের ফাঁকে উকি দিয়ে চাঁদ মামও হাসে
মনটা কেমন জানি করে ওঠে দখিনা বাতাসে
ছেলেটি বসে ছিল আমগাছটার নিচে
তার মোহিনী বাঁশির সুরে মনটা উঠে নেচে
কি বিষাদ ঝরে যেন সেই সুরে
বাঁশির সুর মিলিয়ে যায় দূর বহুদূরে
জানালার ধারে বসে চাঁদের দিকে চেয়ে
মেয়েটি নিরবে চোখের জল ফেলে
ভাবে কি আছে সেই বিষাদময় সুরে
প্রতি রাতে শোনা যায় অদ্ভুত সেই সুর
রাতের অন্ধকারে মিশে চলে যায় বহুদূর
বাঁশি ওয়ালা বাঁশি বাজায় মায়াবী সে সুর
সে কি জানে তার জন্য কেউ হয়েছে ব্যাকুল
মেয়েটির প্রাণে বাজে দুঃখের বাসনা
ছেলেটি কে কোথায় থাকে জানা হলনা
কখনো কি তার সাথে দেখা হবেনা
দূর বহুদূরে ছোট্ট একটি ছেলে
কি জানি শুনতে থাকে খেলাধুলা ফেলে
মাঠে-ঘাটে, বন-বাঁদাড়ে, আকাশ-বাতাস সব কাঁপিয়ে
বাঁশি বাজে যেন আর্তনাদের সুরে
ভেসে যায় সে সুর দূর বহুদুরে
অন্ধকার আছে যত ভরে যাবে সুরে
দূর বহুদূরে আজও সবাই শিনে
ছেলেটির সেই আর্তনাদ রয়ে গেছে সুরে
মেঘের ফাঁকে উকি দিয়ে চাঁদ মামও হাসে
মনটা কেমন জানি করে ওঠে দখিনা বাতাসে
ছেলেটি বসে ছিল আমগাছটার নিচে
তার মোহিনী বাঁশির সুরে মনটা উঠে নেচে
কি বিষাদ ঝরে যেন সেই সুরে
বাঁশির সুর মিলিয়ে যায় দূর বহুদূরে
জানালার ধারে বসে চাঁদের দিকে চেয়ে
মেয়েটি নিরবে চোখের জল ফেলে
ভাবে কি আছে সেই বিষাদময় সুরে
প্রতি রাতে শোনা যায় অদ্ভুত সেই সুর
রাতের অন্ধকারে মিশে চলে যায় বহুদূর
বাঁশি ওয়ালা বাঁশি বাজায় মায়াবী সে সুর
সে কি জানে তার জন্য কেউ হয়েছে ব্যাকুল
মেয়েটির প্রাণে বাজে দুঃখের বাসনা
ছেলেটি কে কোথায় থাকে জানা হলনা
কখনো কি তার সাথে দেখা হবেনা
দূর বহুদূরে ছোট্ট একটি ছেলে
কি জানি শুনতে থাকে খেলাধুলা ফেলে
মাঠে-ঘাটে, বন-বাঁদাড়ে, আকাশ-বাতাস সব কাঁপিয়ে
বাঁশি বাজে যেন আর্তনাদের সুরে
ভেসে যায় সে সুর দূর বহুদুরে
অন্ধকার আছে যত ভরে যাবে সুরে
দূর বহুদূরে আজও সবাই শিনে
ছেলেটির সেই আর্তনাদ রয়ে গেছে সুরে
২৯/০২/২০১২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০২/১০/২০১৩পরিচিত ঘটনার কাব্যিক বর্ণনা অতুলনীয়। শেষটায় নতুন মাত্রার সংযোজন আরো আকর্ষণীয় করেছে কবিতাকে। খুব ভালো
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০২/১০/২০১৩খুবই সুন্দর একটি বিষয়।মন ছুঁইয়ে গেল।আরও কবিতা চাই এই জাতীয়।
-
Înšigniã Āvî ০২/১০/২০১৩দুর্দান্ত....
-
ইব্রাহীম রাসেল ০২/১০/২০১৩বাহ বাহ, দারুণ একটি কবিতা, ভালো লাগলো
-
শফিক মাহমুদ ০২/১০/২০১৩কে ঐ বাজায় মরন বাঁশি
আমায় কাঁদায় দিবা-নিশি।
বাঁশির টান বড় টানরে দাদা
কৃষ্ণ প্রেমে অবুজ রাধা।।।
ছন্দের তুলনা হয়না
ভালো লেগেছে।। -
বাঁশিওয়ালা ০১/১০/২০১৩ভাই আপনার কবিতা পড়ে বোঝা গেল আপনি বাঁশির ব্যাপারে অনেক জানেন এবং বাজান। তা না হলে এমন কথা লিখা সম্ভব ছিলনা। বাঁশিকে বোঝা বড়ই অসাধ্য আপনি ঠিকই সাধন করে নিয়েছেন আপনার এই চরম লেখনির মাধ্যমে ।