ইনকিলাব
খোকনের জন্মদিনে আশীর্বাদের ভাষা হয়ে
মুখ ফোটে অস্ফুটে বেড়িয়ে এলো
"ইনকিলাব"।
লাশের বুকে ফুল দিয়ে নমষ্কারের ভাষা হয়ে
মুখ ফোটে অস্ফুটে বেড়িয়ে এলো
"ইনকিলাব"।
দুর্গাপূজার বিষর্জনে বিদায়ের গানে গানে বিচ্ছেদের ভাষা হয়ে
মুখ ফোটে অস্ফুটে বেড়িয়ে এলো
"ইনকিলাব"।
ঘরের মধ্যে অতি আনন্দে, রাগে - দুঃখে
অনুভুতিগুলোর প্রকাশের ভাষা হয়ে
মুখ ফোটে অস্ফুটে বেড়িয়ে আসে
"ইনকিলাব"।
ইনকিলাব' আমার স্পন্দনে, শিরায় শিরায়
ধমনীর রক্ত সঞ্চারের তালে তালে
প্রতিনিয়ত বাজে ছন্দে।
আমি জেনেছি এ শব্দটা প্রতিবাদের,
আমি জেনেছি এ শব্দটা প্রতিকারের,
যেখানে আশা - প্রত্যাশা বেচে থাকে
যেখানে প্রতিরোধের স্বপ্ন বুনে
৷ আমি খুজে পাই তার ঝংকার
" ইনকিলাব জিন্দাবাদ "।
যাক না ছেয়ে আকাশ মেঘে
আসুক না ঝড় ঝঞ্ঝা,
উড়বেই তো লাল পাতাকা, লাল রক্তের
স্পন্দনে স্পন্দনে বেচে থাকবে সাম্যের গান
" ইনকিলাব জিন্দাবাদ "।
যায় যাবে যাক না কিছু কিছু প্রতিবাদী জীবন
রাজ পথ কয়েকটা রক্তে লাল হোক না
দিগন্ত অনাবৃত আছে চিরকাল
সকাল বিকাল লালে লাল।
অস্তকালের মলিনতা ঝেড়ে
ভোরের সূর্য উদয়, এক রাশ স্নিগ্ধতায়
লালের আবাহন।
একারনেই পৃথিবীর বুকে
গর্ভের উতসারিত লাভা
বার বার ফিরে আসে
ভূগোলের বিভিন্ন ভাষায়।
আমার ভাষা বেচে থাকবে
বেচে উঠার আশায়।
মুখ ফোটে অস্ফুটে বেড়িয়ে এলো
"ইনকিলাব"।
লাশের বুকে ফুল দিয়ে নমষ্কারের ভাষা হয়ে
মুখ ফোটে অস্ফুটে বেড়িয়ে এলো
"ইনকিলাব"।
দুর্গাপূজার বিষর্জনে বিদায়ের গানে গানে বিচ্ছেদের ভাষা হয়ে
মুখ ফোটে অস্ফুটে বেড়িয়ে এলো
"ইনকিলাব"।
ঘরের মধ্যে অতি আনন্দে, রাগে - দুঃখে
অনুভুতিগুলোর প্রকাশের ভাষা হয়ে
মুখ ফোটে অস্ফুটে বেড়িয়ে আসে
"ইনকিলাব"।
ইনকিলাব' আমার স্পন্দনে, শিরায় শিরায়
ধমনীর রক্ত সঞ্চারের তালে তালে
প্রতিনিয়ত বাজে ছন্দে।
আমি জেনেছি এ শব্দটা প্রতিবাদের,
আমি জেনেছি এ শব্দটা প্রতিকারের,
যেখানে আশা - প্রত্যাশা বেচে থাকে
যেখানে প্রতিরোধের স্বপ্ন বুনে
৷ আমি খুজে পাই তার ঝংকার
" ইনকিলাব জিন্দাবাদ "।
যাক না ছেয়ে আকাশ মেঘে
আসুক না ঝড় ঝঞ্ঝা,
উড়বেই তো লাল পাতাকা, লাল রক্তের
স্পন্দনে স্পন্দনে বেচে থাকবে সাম্যের গান
" ইনকিলাব জিন্দাবাদ "।
যায় যাবে যাক না কিছু কিছু প্রতিবাদী জীবন
রাজ পথ কয়েকটা রক্তে লাল হোক না
দিগন্ত অনাবৃত আছে চিরকাল
সকাল বিকাল লালে লাল।
অস্তকালের মলিনতা ঝেড়ে
ভোরের সূর্য উদয়, এক রাশ স্নিগ্ধতায়
লালের আবাহন।
একারনেই পৃথিবীর বুকে
গর্ভের উতসারিত লাভা
বার বার ফিরে আসে
ভূগোলের বিভিন্ন ভাষায়।
আমার ভাষা বেচে থাকবে
বেচে উঠার আশায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শেখ চপল ইসলাম সাকিব ২৫/০৩/২০১৯ভালো লাগলে খুব।
-
মধু মঙ্গল সিনহা ০১/০৯/২০১৮ভালোলাগা রেখে গেলাম কবি।
-
ডা: সুদীপ্ত ৩১/০৮/২০১৮সুন্দর প্রকাশ।শুভেচ্ছা।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩১/০৮/২০১৮ইনকিলাব