হতাশার ঢেউ
হতাশারা আজ ঢেউ তুলেছে,
ডুবিয়ে মারবে বলে -
পণ করেছে তারা।
ক্লান্তিরা আজ হাপ ছেড়েছে -
অতল ক্লান্তিতে।
বিষণ্ণতা বাঁধ ভেঙ্গেছে,
যন্ত্রণারা মুখ খুলেছে,
ক্রোধগুলো সব থেমে গেছে,
ভালোবাসাগুলো মরে গেছে।
হতাশারা এবার তুফান এনেছে -
আশাগুলো তাই মিলিয়ে গেছে।
ডুবিয়ে মারবে বলে -
পণ করেছে তারা।
ক্লান্তিরা আজ হাপ ছেড়েছে -
অতল ক্লান্তিতে।
বিষণ্ণতা বাঁধ ভেঙ্গেছে,
যন্ত্রণারা মুখ খুলেছে,
ক্রোধগুলো সব থেমে গেছে,
ভালোবাসাগুলো মরে গেছে।
হতাশারা এবার তুফান এনেছে -
আশাগুলো তাই মিলিয়ে গেছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফিরোজ মানিক ০৭/০২/২০১৫হতাশা নিশ্চয় কেটে যাবে।
-
সবুজ আহমেদ কক্স ০৭/০২/২০১৫darun laglo tai ar ak ber porlam so nice
-
সবুজ আহমেদ কক্স ০৭/০২/২০১৫darun valo @@
-
হাসান ইমতি ০৭/০২/২০১৫এই হতাশা একদিন কেটে যাবে ... শুভ সুচনার প্রত্যাশায় ...