একটি ধর্ষণ ও অতঃপর
সবাই এখন নির্বিকার
আবার ঘুমুতে যাবে।
একটি জীপ সশব্দে সবার ঘুম ভেঙ্গে দিল
ফেলে গেল একটা শরীর ;
হিংস্র জন্তুর নখের দাগ,
ক্ষত-বিক্ষত -
এখন সে শুধুই লাশ।
দোতলা থেকে নেমে আসল তার পরিবার
কান্না আর আহাজারি,
নিকট প্রতিবেশীও আসল - নির্বিকার।
কিছুই করার নেই কারও,
থাকলেও কি করত ?
সবাই আজ উটপাখি !
এরপর কলোনির কোন মেয়ে -
বাইরে যায়-না রাতে ;
মামলা হল,
সুরাহা হয়-নি।
অতঃপর মাসখানেক বাদে -
বিচারকাজ বন্ধ;
ধর্ষকরা ক্ষমতাসীনদের লোক,
খানদানি জানোয়ারের বংশ।
হুমকি -ধামকি,
কলোনি ছেড়ে চলে গেল -
সেই পরিবার।
এভাবেই জমে আছে -
অসংখ্য ধর্ষনের কেস,
মামলা ছাড়া আরো অসংখ্য,
আর সেই ধর্ষিতাদের অভিশাপ।
আবার ঘুমুতে যাবে।
একটি জীপ সশব্দে সবার ঘুম ভেঙ্গে দিল
ফেলে গেল একটা শরীর ;
হিংস্র জন্তুর নখের দাগ,
ক্ষত-বিক্ষত -
এখন সে শুধুই লাশ।
দোতলা থেকে নেমে আসল তার পরিবার
কান্না আর আহাজারি,
নিকট প্রতিবেশীও আসল - নির্বিকার।
কিছুই করার নেই কারও,
থাকলেও কি করত ?
সবাই আজ উটপাখি !
এরপর কলোনির কোন মেয়ে -
বাইরে যায়-না রাতে ;
মামলা হল,
সুরাহা হয়-নি।
অতঃপর মাসখানেক বাদে -
বিচারকাজ বন্ধ;
ধর্ষকরা ক্ষমতাসীনদের লোক,
খানদানি জানোয়ারের বংশ।
হুমকি -ধামকি,
কলোনি ছেড়ে চলে গেল -
সেই পরিবার।
এভাবেই জমে আছে -
অসংখ্য ধর্ষনের কেস,
মামলা ছাড়া আরো অসংখ্য,
আর সেই ধর্ষিতাদের অভিশাপ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফাহমিদা ফাম্মী ০৮/০২/২০১৫যারা এমন করে তাদের পাথর নিক্ষেপ করে মেরে ফেলা উচিৎ
-
পিয়ালী দত্ত ০৬/০২/২০১৫বাস্তব লেখনি...
-
ফিরোজ মানিক ০৬/০২/২০১৫সত্যি এটাই বাস্তব, এ সমাজ আজ অন্ধ প্রভাবশালীদের কাছে।
-
ফিরোজ মানিক ০৬/০২/২০১৫সত্যি এটাই বাস্তব, এ সমাজ আজ অন্ধ প্রভাবশালীদের ক
-
নিহাল নাফিস ০৬/০২/২০১৫সবাই এখন উটপাখি । কথাটা ভাল লাগল
-
সবুজ আহমেদ কক্স ০৬/০২/২০১৫darun
-
ঐশ্বরিক হিমা ০৫/০২/২০১৫পড়লাম...... কেমন যেন একটা কষ্ট অনুভব হচ্ছে।
-
অ ০৫/০২/২০১৫এটাই বাস্তবতা ।
অনেক সুন্দর লিখেছেন । নষ্ট সমাজের কলুষতা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন কবিতায় ।
শুভেচ্ছা রইল ।