www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সমাজ-বন্দি

আমি বন্দি -
যে বন্দির জবানবন্দি কেউ নেয় নি,
নিবে-না।
আমি বন্দি -
কারন আমার মন বন্দিত্ব মানে না,
আমি শৃঙ্খল ভাঙতে চাই
তাই এ- বন্দিত্ব আমার পরিনয় ;
আমার উপর চাপিয়ে দেওয়াা রীতিনীতি -
আর যত সব নিয়ম কানুন
সব থেকে আমি মুক্তি চাই।
আমার মন মুক্ত,
তবুও ডানা -
খাঁচার ধাতবের মাঝে আটকায়
ডানাগুলো ঝাপটাবার কালে-
উড়ার প্রাক্কালে।
আমি উড়তে পারি-না
কারন আমি বন্দি।
আমি বন্দি -
কিন্তু আমার জবানবন্দি নেই
অথচ জবাবদিহিতার শেষ হয়-না।
আমি বাধ্য সব মেনে নিতে,
অবাধ্যতা আর উশৃঙ্খলতার স্ট্যাম্প মারা হয় -
আমার স্বাধীন আত্ম-প্রকাশে
আমি নষ্ট হই -
অন্যের নষ্টামিতে,
এই নষ্ট সমাজের
নষ্টামির কারন হই -
আমি বারবার ;
কারন এই সমাজ
নষ্টদের দলেই যায়।
এই ভন্ড-নষ্ট সমাজে
আমি আজও সমাজ-বন্দি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast