অপেক্ষা
এখন আমার চোখে
শুধুই কান্নার জল,
ঘুম ভেঙ্গে যায়
যেকোন স্বপ্নে।
জীবনের দৌড়ে আমি পরাজিত,
তাই আমার স্বপ্নগুলো
হারিয়ে গেছে আজ।
সময় চলে গেছে,
জীবনও দেয় না সুযোগ —
আরেকবার।
তাই অতীতকে ভুলে থেকে
এখন শুধুই অপেক্ষা।
শুধুই কান্নার জল,
ঘুম ভেঙ্গে যায়
যেকোন স্বপ্নে।
জীবনের দৌড়ে আমি পরাজিত,
তাই আমার স্বপ্নগুলো
হারিয়ে গেছে আজ।
সময় চলে গেছে,
জীবনও দেয় না সুযোগ —
আরেকবার।
তাই অতীতকে ভুলে থেকে
এখন শুধুই অপেক্ষা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ১০/১১/২০১৪অপেক্ষা এমনি এমনি নয়, অপেক্ষা সময়টা বুঝে নেবার । অপেক্ষা আর ও একটা কবিতার জন্য । যেখানে তোমার স্বপ্ন অপেক্ষা করে থাকবে জয়মালা হাতে ।আমি ও অপেক্ষা করে আছ............।।
-
মনিরুজ্জামান শুভ্র ০৮/১১/২০১৪ভাল লিখনি । ভাল লাগলো কবি ।
-
হলুদকমা ০৮/১১/২০১৪বেশ লাগলো কবিতাটি।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৮/১১/২০১৪দুঃখ পাওয়া মানেই জানিস কোনো নতুন সুখের শুরু। ভালো .....................
-
ইহ্সান জাহিদ ০৭/১১/২০১৪কবি মন নষ্টালিজিয়ায় ভারাক্রান্ত ....
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৭/১১/২০১৪অনেক অনেক ভাল লাগল।