www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমরাই সেই প্রজন্ম

আমরা একটি প্রজন্ম -
যারা দেখিনি মুক্তিযুদ্ধ ,
যারা দেখিনি রক্তদানের বিরত্ব ,
যারা দেখিনি মৃতের স্তুপ ;
যারা দেখিনি, আবর্জনার মত -
যত্রতত্র ফেলে রাখা, ছিন্ন-ভিন্ন লাশ ;
যারা দেখিনি হিংস্র পাশবিকতা ।
জলের উপর ভাসমান লাশের পঁচা গন্ধ
আমাদের নাকে কখনোই আসেনি।
আমরা একটি প্রজন্ম -
যারা ’৭১ দেখিনি ,
দেখিনি সেই-সব দিনগুলোর কিছুই ।
কিন্তু আমরাই সেই প্রজন্ম ,
যারা বিয়াল্লিশ বছর পরে হলেও
সেই খুনি-জালিমদের -
ফাঁসির দাবি নিয়ে এসেছি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • But we all of must have know
    Prevention is better than cure.
    আর একটা কথা বিয়াল্লিশ বছর আগের বিচার করতে গিয়ে যেনো এখনকার টা বাদ পড়ে ন যায়। তাহলে যে ৪২ বছরের ধাধাঁ থেকে কখনোই বের হতে পারবো না। আমাদের আরো সচেতন হওয়া উচিৎ।
  • হলুদকমা ০৭/১১/২০১৪
    মনে হয় স্বাধিনতা এমনই একটা জাদু যা লেখককে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করে।
    আমার দারুন লাগলো!
  • বেশ বিদ্রোহী ভাব ফুটে উঠেছে বন্ধু। এক কথায় চমৎকার লাগল।
  • পার্থ সাহা ০৭/১১/২০১৪
    bulbul er sathe sohomot
  • অনিরুদ্ধ বুলবুল ০৭/১১/২০১৪
    প্রজন্ম জেগেছে তাই কিছু দায় সারা হলো বটে; এখনো যে বহু দায় বাকী!

    স্বাধীনতার খন্ডিত ইতিহাস নয় সঠিক ইতিহাস জানার অধিকার নতুন প্রজন্মের আছে। দলান্ধ দালাল তৈরী ফরমায়েসী ইতিহাসে পড়ে নতুন প্রজন্ম যেন ভুল বিশ্বাস বুকে ধারণ না করে।

    'শোষনমুক্ত সমাজ চাই, দূর্নীতির উচ্ছেদ চাই, জীবনের নিরাপত্তা চাই, সত্য বলার স্বাধীনতা চাই' - নতুন প্রজন্মের উচিৎ এখন এই বিষয়গুলো নিয়ে সোচ্চার হওয়া।

    ধন্যবাদ প্রজন্মের কবি।
  • ইহ্সান জাহিদ ০৭/১১/২০১৪
    হ্যা। আমরাই সেই প্রজন্ম....
 
Quantcast