আত্মহত্যা
হঠাৎ করে হারিয়ে যাওয়ার
মানে কি- শুধুই হতাশা
একটা আশাহত হৃদয়,
নাকি আরও অনেক কিছুই !
ক্ষোভ, বিতৃষ্ণা
একটা বিদ্বেষ —
রাষ্ট্রের এককের প্রতি।
যত নিয়ম-শৃঙ্খল-রীতিনীতি
মূলত বেড়াজাল,
আর অহেতুক —
মানহানি, মান-অপমানের
এক অদৃশ্য দেয়াল ;
ক্রমাগত হৃদয়াঘাত,
চারপাশ থেকে —
ক্রমাগত মানসিক পীড়ন।
তারপর ক্ষোভ-বিদ্বেষ
পরিবার, সমাজ ইত্যাদির প্রতি,
অনন্যোপায় হয়ে
নিজের প্রতিই বিতৃষ্ণা ;
শেষে পালানোর অন্তিম সিদ্ধান্ত।
মানে কি- শুধুই হতাশা
একটা আশাহত হৃদয়,
নাকি আরও অনেক কিছুই !
ক্ষোভ, বিতৃষ্ণা
একটা বিদ্বেষ —
রাষ্ট্রের এককের প্রতি।
যত নিয়ম-শৃঙ্খল-রীতিনীতি
মূলত বেড়াজাল,
আর অহেতুক —
মানহানি, মান-অপমানের
এক অদৃশ্য দেয়াল ;
ক্রমাগত হৃদয়াঘাত,
চারপাশ থেকে —
ক্রমাগত মানসিক পীড়ন।
তারপর ক্ষোভ-বিদ্বেষ
পরিবার, সমাজ ইত্যাদির প্রতি,
অনন্যোপায় হয়ে
নিজের প্রতিই বিতৃষ্ণা ;
শেষে পালানোর অন্তিম সিদ্ধান্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ২৩/১০/২০১৪দারুন
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৩/১০/২০১৪বাহ বেশ সুন্দর লিখেন তো। অসাধারন লাগল।
-
অনিরুদ্ধ বুলবুল ২৩/১০/২০১৪ক্ষোভ হতাশা থাকতেই পারে তাই বলে আমি কাপুরুষের মত পালিয়ে যাবো? তা যেন কক্ষনো না হয়।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১০/২০১৪আসলেই মাঝে মাঝে খুব পালিয়ে যেতে ইচ্ছে করে। বাট চাইলেই তো আর পালানো যায় না।
-
স্বপন শর্মা ২৩/১০/২০১৪ভালোই লাগল........
-
মোহাম্মদ তারেক ২২/১০/২০১৪' নাকি আরও অনেক কিছুই'.....তাতো বটেই কবি। হাড়িয়ে>হারিয়ে হবে মনে হয়।