নতুন বিশ্ব
ন্যাকামি আর ভ্যারকামিগুলো
পুরে ছাই হোক —
সিগারেটের মত ;
উন্মাদনা ছড়িয়ে পরুক
দিগন্ত থেকে দিগন্তে —
আগুনের ফুলকির মত ।
ছোঁয়াচে ব্যারাম—
যেমনটা মুখোশ পরিধান ,
আধুনিকতার মোড়কে আধুনিক মিথ্যাচার ,
অথবা অত্যাধুনিক কপটতা ;
নিজেকে বড়-রাখার
প্রাক-আধুনিক অপকৌশল ,
সুসভ্যের আড়ালে অসভ্যতা ,
দু'চোখে নোংরামির বিদ্বেষ —
আর আড়চোখে তাকে কাছে ডাকা ।
সব উচ্ছন্যে যাক্
উচ্ছন্যে যাক্ —প্রাচীন মানব-বিন্যাস ,
আর তার উত্তরসূরি —
বিষয়-ভিত্তিক যত পদ-বিন্যস্ততা ।
নতুন পৃথিবীতে কেউ যায়-না কম ;
ভ্যারকামিগুলো নাই-বা থাকল ,
ন্যাকাগুলো হোক অন্যরকম ;
চাই প্রশ্রয় —
মনুষ্যত্ব বাসা-বাধুঁক অন্তরে ,
মূল্যবোধ পাক্ মস্তিষ্কে আশ্রয় ।
পুরে ছাই হোক —
সিগারেটের মত ;
উন্মাদনা ছড়িয়ে পরুক
দিগন্ত থেকে দিগন্তে —
আগুনের ফুলকির মত ।
ছোঁয়াচে ব্যারাম—
যেমনটা মুখোশ পরিধান ,
আধুনিকতার মোড়কে আধুনিক মিথ্যাচার ,
অথবা অত্যাধুনিক কপটতা ;
নিজেকে বড়-রাখার
প্রাক-আধুনিক অপকৌশল ,
সুসভ্যের আড়ালে অসভ্যতা ,
দু'চোখে নোংরামির বিদ্বেষ —
আর আড়চোখে তাকে কাছে ডাকা ।
সব উচ্ছন্যে যাক্
উচ্ছন্যে যাক্ —প্রাচীন মানব-বিন্যাস ,
আর তার উত্তরসূরি —
বিষয়-ভিত্তিক যত পদ-বিন্যস্ততা ।
নতুন পৃথিবীতে কেউ যায়-না কম ;
ভ্যারকামিগুলো নাই-বা থাকল ,
ন্যাকাগুলো হোক অন্যরকম ;
চাই প্রশ্রয় —
মনুষ্যত্ব বাসা-বাধুঁক অন্তরে ,
মূল্যবোধ পাক্ মস্তিষ্কে আশ্রয় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ১৮/০৯/২০১৪
-
সুজন সারথি ১২/০৯/২০১৪ঠিকই বলেছো কবি!!!
-
একনিষ্ঠ অনুগত ১২/০৯/২০১৪আধুনিকতার নতুনত্বের সাথে কুরিপু গুলোও রুপ বদলে আসে, যে রুপেই আসুক তাকে বাদ দিয়েই নতুনকে গ্রহণ করবো আমরা।
-
মনিরুজ্জামান শুভ্র ১১/০৯/২০১৪ভাল লাগলো।
-
স্বপন রোজারিও(১) ১১/০৯/২০১৪পুরাতনকে ফেলে নতুন িবশ্ব গড়তে হবে।
ভাবনায় কবিতাটি খুব সুন্দর।
শুভেচ্ছা।