এ কোন্ স্বাধীনতা
এ কোন্ স্বধীনতা ?
যার জন্য বারেবারে জেহাদ ঘোষণা করছি —
আপনজনের বিরুদ্ধে ;
বারেবারে নিভে যাচ্ছে সে জেহাদের আগুন —
দুরন্ত সিগারেটের উত্তাপে ।
এ কোন্ স্বধীনতা ?
যার জন্য ছুটতে-ছুটতে —
আমার আজ দিকভ্রম ;
এ কোন্ স্বধীনতা ?
যার জন্য মরিয়া হয়ে —
আমি আজ পথভ্রষ্ট ।
এ কোন্ স্বধীনতা ?
যা ভোগ করছি —
পরাধীনতার বন্দি দশায় ।
তবে এই-কি আমার —
জন্মগত স্বাধীনতার পরিচয় ?
যার জন্য বারেবারে জেহাদ ঘোষণা করছি —
আপনজনের বিরুদ্ধে ;
বারেবারে নিভে যাচ্ছে সে জেহাদের আগুন —
দুরন্ত সিগারেটের উত্তাপে ।
এ কোন্ স্বধীনতা ?
যার জন্য ছুটতে-ছুটতে —
আমার আজ দিকভ্রম ;
এ কোন্ স্বধীনতা ?
যার জন্য মরিয়া হয়ে —
আমি আজ পথভ্রষ্ট ।
এ কোন্ স্বধীনতা ?
যা ভোগ করছি —
পরাধীনতার বন্দি দশায় ।
তবে এই-কি আমার —
জন্মগত স্বাধীনতার পরিচয় ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন শর্মা ২৮/০৯/২০১৪সুন্দর প্রতিবাদী ভাষা ......
-
আর. কে. (র্নিবাক আমি) ২৭/০৯/২০১৪মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন উঁকি দেয়, বিবেকের আদালতে ।।
বেশ ভাল লাগল । -
সহিদুল হক ২৫/০৯/২০১৪প্রশ্নেরা উঁকি দেয় মনে
উত্তর জানে কোন্ জনে? -
শরিফুল ইসলাম ২৫/০৯/২০১৪ভাল লাগলো!
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২১/০৯/২০১৪নিশ্চুপ থাকা হৃদয়ের প্রতিটি কথায় কবিতায় উঠে এসেছে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/০৯/২০১৪এ কোন স্বাধীনতা যেখানে আমার কথা বলতে হয় ভয়।
-
হেস্পারাস প্রবল ১২/০৯/২০১৪কবিতার মধ্যে এতো প্রশ্ন করে স্বকীয়তা কিছুটা নষ্ট হয়েছে। ভাব ঠিক আছে। এগিয়ে যান এই কামনাই করি।
-
স্বপন রোজারিও(১) ১২/০৯/২০১৪স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন
-
কৌশিক আজাদ প্রণয় ১১/০৯/২০১৪তবে একি আমার
জন্মগত স্বাধীনতার পরিচয়?
অসাধারণ। শেষ সিদ্ধান্তে এসে আজন্ম পরাজয়ের বোধ অনেক ভালো ভাবেই অলংকৃত হয়েছে । পুরো কবিতাটিতে একাধারে দ্রোহ আর মুক্তির নিনাদ যথার্থ ভাবেই নির্ণীত হয়েছে।
এই বোধের আরও কবিতা চাই কবি।