www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এ কোন্ স্বাধীনতা

এ কোন্ স্বধীনতা ?
যার জন্য বারেবারে জেহাদ ঘোষণা করছি —
আপনজনের বিরুদ্ধে ;
বারেবারে নিভে যাচ্ছে সে জেহাদের আগুন —
দুরন্ত সিগারেটের উত্তাপে ।
এ কোন্ স্বধীনতা ?
যার জন্য ছুটতে-ছুটতে —
আমার আজ দিকভ্রম ;
এ কোন্ স্বধীনতা ?
যার জন্য মরিয়া হয়ে —
আমি আজ পথভ্রষ্ট ।
এ কোন্ স্বধীনতা ?
যা ভোগ করছি —
পরাধীনতার বন্দি দশায় ।
তবে এই-কি আমার —
জন্মগত স্বাধীনতার পরিচয় ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast