কবি ও প্রেমিক
আমরা দুজনেই পাগল !
তুমি ভালোবাসার ,
আমি মুহুর্তের ।
তুমি চাও তার ভালোবাসা ,
আমি চাই —
তার ভালোবাসার মুহুর্তগুলোকে ।
তুমি নিঃস্বার্থ প্রেমিক ,
আমি স্বার্থান্বেষী প্রেম-পূজারি ;
তাই আমি কবি ,
তুমি অতিসাধারণ ।
তুমি ভালোবাসার ,
আমি মুহুর্তের ।
তুমি চাও তার ভালোবাসা ,
আমি চাই —
তার ভালোবাসার মুহুর্তগুলোকে ।
তুমি নিঃস্বার্থ প্রেমিক ,
আমি স্বার্থান্বেষী প্রেম-পূজারি ;
তাই আমি কবি ,
তুমি অতিসাধারণ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ০৪/০৯/২০১৪বেশ ভালো।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০২/০৯/২০১৪লেখার ধরন ভাল তবে আরও খোলাসা করে বলা দরকার ছিল।
-
চূড়ান্ত ০১/০৯/২০১৪এই কবিতাটিতে মূলত একজন রোমান্টিক কবি আর একজন সত্যিকারের প্রেমিকের মৌলিক পার্থক্যের কথা বলা হয়েছে। বলে রাখা ভালো,এটি আমার একান্ত ব্যক্তিগত অভিমত।