মূল
কেন আছ সে মূলকে আঁকড়ে ?
যে মূল তোমায় বাধ্য করেছে
বাঁকা হয়ে দাঁড়াতে ।
কেন সামান্য রস আহড়ন করে —
চাও তুমি মুমূর্ষুতায় বাঁচতে ?
যদি তা হয়ে থাকে
বেঁচে থাকার আদিম লড়াই,
তবে সভ্যতার প্রেরণায়
ছিন্ন কর সে মূলকে ।
প্রয়োজনে আঁকড়ে ধর অন্য শিকড়ে ;
তবুও বাঁচ মাথা উঁচু করে ।
যে মূল তোমায় বাধ্য করেছে
বাঁকা হয়ে দাঁড়াতে ।
কেন সামান্য রস আহড়ন করে —
চাও তুমি মুমূর্ষুতায় বাঁচতে ?
যদি তা হয়ে থাকে
বেঁচে থাকার আদিম লড়াই,
তবে সভ্যতার প্রেরণায়
ছিন্ন কর সে মূলকে ।
প্রয়োজনে আঁকড়ে ধর অন্য শিকড়ে ;
তবুও বাঁচ মাথা উঁচু করে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ৩১/০৮/২০১৪যে মূল গুঁড়ির কাণ্ডের ভর বইতে পারে না, পানি, খনিজ সংগ্রহে ব্যর্থ তাকে রূপান্তরিত করে ফেলাই উত্তম...
-
শিমুদা ৩০/০৮/২০১৪বেশ শক্তিবাহি কবিতা
-
মঞ্জুর হোসেন মৃদুল ৩০/০৮/২০১৪বাহ বেশ লিখেছেন।
-
সালমান মাহফুজ ৩০/০৮/২০১৪" তবুও বাঁচ মাথা উঁচু করে" ।--- অনবদ্য লিখেছেন ।
-
নাবিক ৩০/০৮/২০১৪অনেক ভালো লাগলো কবিতাটা পড়ে...
-
সুরজিৎ সী ৩০/০৮/২০১৪চমৎকার লেখা।
আরো অনেক বেশি চাই। -
চূড়ান্ত ২৯/০৮/২০১৪এই কবিতাটি মূলত সেই-সব মানুষদের নিয়ে লেখা যারা প্রতিনিয়ত নিজের তথাকথিত মূলের সাথে লড়াই করে টিকে আছে। স্রেফ নিজের স্বপ্নের খাতিরে। আর আমাদের আপনজনেরা তাদের স্বপ্ন আমাদের উপর চাপিয়ে দেয়। তারপরও সব ব্যর্থতার দায়ভার আমাদেরই নিতে হয়। সহ্য করতে হয়ে প্রবল বঞ্চনা। তাই প্রয়োজনে সে মূলকে ছিন্ন কর, আর বাঁচ-বাঁচার মত।এগিয়ে যাও নিজের স্বপ্নের পথে।