www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মৃত্যু চাই

এখন আমার ঘুম চাই,
প্রচন্ড ঘুম।
পৃথিবীর সমস্ত কোলাহল এক হলেও
যে ঘুম কখনো ভাঙবে না।

পৃথিবীকে বড় ভালোবেসে ফেলেছি,
কিন্তু সব কিছুকেই —
ছাপিয়ে গেছে হতাশারা ;
আজ আমি আশাহীন,
মৃৃত্যু হয়ে গেছে - তাই আমার।
আমার ঝুলিতে -
আজ ব্যর্থতা ছাড়া কিছুই চোখে পড়ে না,
ব্যর্থতাকে সার্থক করবার
ধৈর্য হয়তো আমার কোনদিনই হবে না ;
তাই ঘুম চাই —
এক গভির ঘুম।
যে ঘুমে -
জেগে ওঠার তাড়না নেই,
এক পরম স্নিগ্ধ-শান্তিময় ঘুম।
তখন আর কারও দু-দন্ড কথায়
বিষাদ মেঘে ছেয়ে যাবে না আমার আকাশ,
আমার মস্তিষ্ক আর কখনোই আন্দোলিত হবে না
কোন হতাশা কিংবা যন্ত্রনায় ;
কারন এক সুখময় ঘুমে
আমি আচ্ছন্ন হব - অন্তিম নির্লিপ্ততায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কাইকুবাদ আলি ০৬/১১/২০১৪
    your pessimist ideas are reflected dominantly... try to curb out pessimism and spread the message of optimism, hope
    • চূড়ান্ত ০৬/১১/২০১৪
      আমি একজন আশাবাদী মানুষ।কিন্তু এখানে 'আমি' একজন আশাহত হতাশ মানুষ। একজন হতাশ মানুষের মরার ইচ্ছের কথা বলেছি,আশাহত মানুষদের মরে যেতে বলিনি।
      সুতরাং, আশাবাদ প্রচারের কথা এখানে আসে না। আর কি ধরনের কবিতা লিখব তা আমার একান্তই ব্যক্তিগত ব্যপার।
 
Quantcast