মৃত্যু চাই
এখন আমার ঘুম চাই,
প্রচন্ড ঘুম।
পৃথিবীর সমস্ত কোলাহল এক হলেও
যে ঘুম কখনো ভাঙবে না।
পৃথিবীকে বড় ভালোবেসে ফেলেছি,
কিন্তু সব কিছুকেই —
ছাপিয়ে গেছে হতাশারা ;
আজ আমি আশাহীন,
মৃৃত্যু হয়ে গেছে - তাই আমার।
আমার ঝুলিতে -
আজ ব্যর্থতা ছাড়া কিছুই চোখে পড়ে না,
ব্যর্থতাকে সার্থক করবার
ধৈর্য হয়তো আমার কোনদিনই হবে না ;
তাই ঘুম চাই —
এক গভির ঘুম।
যে ঘুমে -
জেগে ওঠার তাড়না নেই,
এক পরম স্নিগ্ধ-শান্তিময় ঘুম।
তখন আর কারও দু-দন্ড কথায়
বিষাদ মেঘে ছেয়ে যাবে না আমার আকাশ,
আমার মস্তিষ্ক আর কখনোই আন্দোলিত হবে না
কোন হতাশা কিংবা যন্ত্রনায় ;
কারন এক সুখময় ঘুমে
আমি আচ্ছন্ন হব - অন্তিম নির্লিপ্ততায়।
প্রচন্ড ঘুম।
পৃথিবীর সমস্ত কোলাহল এক হলেও
যে ঘুম কখনো ভাঙবে না।
পৃথিবীকে বড় ভালোবেসে ফেলেছি,
কিন্তু সব কিছুকেই —
ছাপিয়ে গেছে হতাশারা ;
আজ আমি আশাহীন,
মৃৃত্যু হয়ে গেছে - তাই আমার।
আমার ঝুলিতে -
আজ ব্যর্থতা ছাড়া কিছুই চোখে পড়ে না,
ব্যর্থতাকে সার্থক করবার
ধৈর্য হয়তো আমার কোনদিনই হবে না ;
তাই ঘুম চাই —
এক গভির ঘুম।
যে ঘুমে -
জেগে ওঠার তাড়না নেই,
এক পরম স্নিগ্ধ-শান্তিময় ঘুম।
তখন আর কারও দু-দন্ড কথায়
বিষাদ মেঘে ছেয়ে যাবে না আমার আকাশ,
আমার মস্তিষ্ক আর কখনোই আন্দোলিত হবে না
কোন হতাশা কিংবা যন্ত্রনায় ;
কারন এক সুখময় ঘুমে
আমি আচ্ছন্ন হব - অন্তিম নির্লিপ্ততায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাইকুবাদ আলি ০৬/১১/২০১৪your pessimist ideas are reflected dominantly... try to curb out pessimism and spread the message of optimism, hope