www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেলে আসা দিনগুলো

শৈশবে ফেলে আসা দিনগুলো,
হাসি-মজা-সুন্দরে ভরা ছিল।
শৈশবের ওই যে সময় গুলো,
খেলতে খেলতে কেটেছিলো।
নদীতে যেতাম সবাই সবার সাথে,
বাড়ি ফিরি কাদালুটোপুটি হয়ে।
মনে পড়ে ওই খেলতে খেলতে,
অস্থায়ী বিবাদ হত অন্যের সাথে।
সেইসব দিনগুলো কিছুই না বলে,
চলন্ত সময়ের সাথে গেল চলে।
ওই যে স্মৃতিগুলো রয়ে গেছে মনে,
মাঝে মাঝে ভেসে ওঠে একাকি সময়ে।
ফিরতে চায় মন সেই দিনেতে,
সুপ্রিয়ক্ষণগুলিকে আরও কিছু বলতে।
জানা আছে কখনও হবে না ফেরা,
চলে যাওয়া অতীত করবে না দেখা।
ফেলে আসা ওই স্মৃতি থাকবে মনে,
যতোদিন বাঁচি এই ক্ষুদ্র মানবজীবনে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • sudipta chowdhury ২৭/১২/২০১৯
    Everyone wish if he/she can go back to his/her childhood to escape physical and psychological pain of adult life.
  • ভালো লাগলো।
  • নুর হোসেন ১২/১২/২০১৯
    চমৎকার লিখেছেন প্রাণবন্ত।
 
Quantcast