হারিয়ে যাওয়া রডোডেন্ড্রন ও লুসিয়ানা
বৃদ্ধ-বাদের দোহায় দিয়ে
আমাকে ছুড়ে ফেলো না আস্তাকুঁড়ে
ঐ আস্তাকুঁড়েই তোমার প্রিয় ফুল ফোটে এখনও
তুমি জানো না লুসিয়ানা
তুমি জানো না- সত্য-মিথ্যার আড়ালে
কিভাবে একজন মানুষ জীবিত-সন্ত হয়ে ওঠে
হয়ে ওঠে সত্যসন্ধানী বৃক্ষের
নাগরিক পাহারাদার, লুসিয়ানা
তুমি জানো না কেন মানুষটা এতদিন পাগলাটে
খ্যাপাটে ছিল পিকাসোর ক্যানভাসের ভেতর
ষাঁড়ের দেবতা বেশে, কেন এতো প্রহশন!
তাহলে কি প্রাগৈতিহাসিক নেশা জাগানো লণ্ঠন আজ উচ্ছিষ্ট
হে লুসিয়ানা
লুসিয়ানা, আমি সারাজীবন কালই ছিলাম
অন্ধকারেই বসবাস করেছিলাম হাজার বছর
কিন্তু কখনও জিবনান্দকে চোখে পড়েনি বিম্বিসার অশোকের দেশে
আগ্নেয়গিরির সাথে উদ্গত আমি আজ উদ্ভ্রান্ত
লুসিয়ানা
দিকভ্রান্ত মানুষই একমাত্র দেবতার ডানায় ভর করে হারায়
নিরক্ষীয় উষ্ণতা থেকে বালটিকের হিমশীতল হাওয়ায়
পৃথিবীব্যাপী আজ যে উন্মাদনা, হে- অহর্নিশ ছায়ামূর্তি
সে তোমাকে আরেক জন্মেও আরেকবার উড়িয়ে নিয়ে যাবে সত্যপথে
হে লুসিয়ানা
২৬শে, অক্টোবর, ২০১৫
আমাকে ছুড়ে ফেলো না আস্তাকুঁড়ে
ঐ আস্তাকুঁড়েই তোমার প্রিয় ফুল ফোটে এখনও
তুমি জানো না লুসিয়ানা
তুমি জানো না- সত্য-মিথ্যার আড়ালে
কিভাবে একজন মানুষ জীবিত-সন্ত হয়ে ওঠে
হয়ে ওঠে সত্যসন্ধানী বৃক্ষের
নাগরিক পাহারাদার, লুসিয়ানা
তুমি জানো না কেন মানুষটা এতদিন পাগলাটে
খ্যাপাটে ছিল পিকাসোর ক্যানভাসের ভেতর
ষাঁড়ের দেবতা বেশে, কেন এতো প্রহশন!
তাহলে কি প্রাগৈতিহাসিক নেশা জাগানো লণ্ঠন আজ উচ্ছিষ্ট
হে লুসিয়ানা
লুসিয়ানা, আমি সারাজীবন কালই ছিলাম
অন্ধকারেই বসবাস করেছিলাম হাজার বছর
কিন্তু কখনও জিবনান্দকে চোখে পড়েনি বিম্বিসার অশোকের দেশে
আগ্নেয়গিরির সাথে উদ্গত আমি আজ উদ্ভ্রান্ত
লুসিয়ানা
দিকভ্রান্ত মানুষই একমাত্র দেবতার ডানায় ভর করে হারায়
নিরক্ষীয় উষ্ণতা থেকে বালটিকের হিমশীতল হাওয়ায়
পৃথিবীব্যাপী আজ যে উন্মাদনা, হে- অহর্নিশ ছায়ামূর্তি
সে তোমাকে আরেক জন্মেও আরেকবার উড়িয়ে নিয়ে যাবে সত্যপথে
হে লুসিয়ানা
২৬শে, অক্টোবর, ২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ৩০/১১/২০১৫বৃদ্ধ-বাদের দোহায় দিয়ে আমাকে ছুড়ে ফেলো না আস্তাকুঁড়ে, ঐ আস্তাকুঁড়েই তোমার প্রিয় ফুল ফোটে..................... লুসিয়ানা কে আমি জানতে চাইনা কবিতা আমাকে দোলাদিয়েছে আরো ভালো কিছু চাই কবি।
-
মোবারক হোসেন ১৭/১১/২০১৫অনেক ভাল কবিতা।শুভেচ্ছা কবিকে।
-
এস, এম, আরশাদ ইমাম ১৭/১১/২০১৫কবি লুসিয়ানা কে? কোন মানবী, নাকি প্রতীক? এইট বাদে অন্যান্য প্রপঞ্চগুলো বুঝতে পেরেছি। কবিতা বেশ উঁচু দরের। দূর দেশে আছেন নাকি কবি? বাতাসে এমন গন্ধ। নাকি পৃথিবীময় পরিভ্রমণ!
-
নির্ঝর ১৬/১১/২০১৫অসাধারন লেখা, খুব ভাল লেগেছে