চল্লিশোর্ধ মানুষের নতুন বন্ধুত্বের জোয়ারে ভিড়তে নেই -হে আমার দুঃস্থ শেয়াল বন্ধু
আমি পাহাড় ঘুরে এসে সুরিখানায় বসেছিলাম
সুরার জন্য নয়, স্রেফ বন্ধুত্তের খাতিরে
বন্ধু, পৃথিবীর মতন বড়ই একা হয়ে যাচ্ছি মানবতন্ত্রের দৌরাত্তে
তাই তোমার অপেক্ষায় বসেছিলাম, হে আমার স্কুল জীবনের বন্ধু
কিন্তু তুমি এলে বড় দেরি করে একটা বুনো বাঘকে নিয়ে
যে শহরে ঘুরে বেড়ায় হরিণ অঙ্কিত টাকার নেশায়
যার ভাবনায়, স্বপ্নে শুধু টাকা উড়ে, কল্পিত শিশ্ন ডানা মেলে উড়ে
কুসংস্কারছন্ন মেঘের দেশে যেন এক সাক্ষাত নাগরিক বনসাই!
তুমি তো জানো বন্ধু, আমি কি? কী নিয়ে থাকি?
আর আমার আকাশ হচ্ছে আমার বাড়ন্ত ধারণা
জানো তো প্রতিনিয়ত কতোটুকুই পরিশ্রম করি আমি
এই নিঃসঙ্গ জীবনে মস্তিষ্কের সন্তুষ্টির আশায়
কিন্তু একজন বুনো বাঘের সাথে এক নরম শেয়ালের সাক্ষাত
কতোটুকুই বা যুক্তিযুক্ত! – একবার ভেবে দেখেছো, হে আমার দুঃস্থ শেয়াল বন্ধু
তোমার বিয়ারের সুধা আমার দুঃস্থ মানিব্যাগের কড়কড়ে নোটের সর্বনাশ করেছে কেবল
একরত্তিও সুখ দেয়নি এই বোকা লোভী মরা বাঘের সংঘ
জানো তো চল্লিশোর্ধ মানুষের নতুন বন্ধুত্বের জোয়ারে ভিড়তে নেই
হে আমার দুঃস্থ শেয়াল বন্ধু!
২৭শে অক্টোবর, ২০১৫
সুরার জন্য নয়, স্রেফ বন্ধুত্তের খাতিরে
বন্ধু, পৃথিবীর মতন বড়ই একা হয়ে যাচ্ছি মানবতন্ত্রের দৌরাত্তে
তাই তোমার অপেক্ষায় বসেছিলাম, হে আমার স্কুল জীবনের বন্ধু
কিন্তু তুমি এলে বড় দেরি করে একটা বুনো বাঘকে নিয়ে
যে শহরে ঘুরে বেড়ায় হরিণ অঙ্কিত টাকার নেশায়
যার ভাবনায়, স্বপ্নে শুধু টাকা উড়ে, কল্পিত শিশ্ন ডানা মেলে উড়ে
কুসংস্কারছন্ন মেঘের দেশে যেন এক সাক্ষাত নাগরিক বনসাই!
তুমি তো জানো বন্ধু, আমি কি? কী নিয়ে থাকি?
আর আমার আকাশ হচ্ছে আমার বাড়ন্ত ধারণা
জানো তো প্রতিনিয়ত কতোটুকুই পরিশ্রম করি আমি
এই নিঃসঙ্গ জীবনে মস্তিষ্কের সন্তুষ্টির আশায়
কিন্তু একজন বুনো বাঘের সাথে এক নরম শেয়ালের সাক্ষাত
কতোটুকুই বা যুক্তিযুক্ত! – একবার ভেবে দেখেছো, হে আমার দুঃস্থ শেয়াল বন্ধু
তোমার বিয়ারের সুধা আমার দুঃস্থ মানিব্যাগের কড়কড়ে নোটের সর্বনাশ করেছে কেবল
একরত্তিও সুখ দেয়নি এই বোকা লোভী মরা বাঘের সংঘ
জানো তো চল্লিশোর্ধ মানুষের নতুন বন্ধুত্বের জোয়ারে ভিড়তে নেই
হে আমার দুঃস্থ শেয়াল বন্ধু!
২৭শে অক্টোবর, ২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ এনামুল হক ১৮/১১/২০১৫সুন্দর বলতেই হয়!
-
মোঃ মুলুক আহমেদ ১৮/১১/২০১৫সুন্দর
-
নাসিফ আমের চৌধুরী ১৫/১১/২০১৫ভাল।