www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুই যে আছিস আমার পরমাণুজুড়ে

তুই আমাকে ছেড়ে চলে গেলি দেবী
চিরতরে না হলেও ক্ষণিকের শূন্যতা আমাকে ইতস্ত করে তোলে-
আনমনে, যদিও আমি তোকে অনুভব করি প্রতিনিয়ত
আমার আমরণ অস্তিত্বের ভেতর

আমি তোকে ডেকে বেড়ায়, হে নির্জীব দেবী
আমি তোকে খুঁজে বেড়ায় ইউক্যালিপ্টাসিয় শূন্যতায়
বড্ড দেরি হয়ে গেলো আমার রূপান্তরিত পার্থিব-বাউল হতে
তবুও আমি নিশ্চিত এই জনমে না হলেও অন্য জনমে পূর্ণিমার দেখা হবে আমাদের একসাথে...

তুই চিল হয়ে উড়াল দিলি ঐ রক্তিম দিগন্তে
আমি আকাশ হয়ে অপেক্ষায় আছি, স্বপ্নের পলিমাটি দিয়ে
নির্মাণ করে যাচ্ছি তোর প্রতিমা অনবরত। আত্মপ্রতিকৃতিও সৃষ্টি করি-
সময়ের ভেতর। তবুও তোকে আমি খুঁজে ফিরি সর্বভুকের মতন,- জানি
তুই যে আছিস আমার পরমাণুজুড়ে!



৫ই নভেম্বর, ২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দ্বীপ সরকার ১৩/১১/২০১৫
    nice llll
  • নির্ঝর ১৩/১১/২০১৫
    অনেক.........।
 
Quantcast