www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাতাল প্রেমের হাওয়ায়

আজ প্রেম হবে বাতাসের সাথে
বাতাসের ভেতর ভ্যানগগীয় স্বর্গীয়-
ছবির স্মৃতি পেরিয়ে সোজা গম ক্ষেতের ভেতর-
আমি খুঁজবো তোমাকে আর তুমি কখনো-
আড়াল করবে নিজেকে পপি ফুল সেজে
অথবা পটভূমির নৈসর্গিক দৃশ্যে;
ভ্যানগগের মৃত্যুর অনেক পরে-
আমরা সেই একই মাঠ খুঁজে পেয়েছিলাম-
জীবনানন্দের কবিতার ভেতর,
-কবিতার নাম- অঘ্রান,-
সেখানেও তোমাকে দেখেছিলামঃ-
নরম রোদের ভেতর-
পাখি হয়ে উড়ে ছিলে বহুবছর;
আজ আবার হঠাৎ একা হয়ে,-
বাতাসের ভেতর ভেবে যাচ্ছি-
বাতাসের মতো ঘটে যাওয়া ঘটনায় !
সোনালী অতীত কতো না মলিন !-
আজ এই মাতাল প্রেমের হাওয়ায় ।


২৫শে এপ্রিল, ২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast