www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নন্দন তত্তের মিটিং আর ভ্যান-গগের আহাজারি

আমি রঙের কৃষক ছিলাম
সেই মোতাবেক জমিও কষে ছিলাম-
শৈশবে,
এখন আমি কবিতার চাষ করি-
উচ্চ ফলনশীল কবিতার !
যা মানুষের আধ্যাত্মিক চাহিদা মেটাতে সক্ষম-
ফার্মের স্বর্গীয়-ব্রয়লার মুরগির মতন !
"কবিতা কখনও জৈবিক চাহিদা মেটায় না"-
যদি উত্থাপিত হয় যে,- প্যারিসের অদূরে-
গ্রিন-হাউসে চাষ করা কবিতাগুলো-
প্যারিসিয় জৈবিক ক্ষুধা নিবারণে সক্ষম !
-আমি বিশ্বাস করিনা-
"কবিতাকে কখনও মিউট্যান্ট করা যায় না"-
কারন কবিতার ইট- মানে শব্দগুলোর গঠন ঐশ্বরিক-
এরা একে অপরের সাথে সংযুক্ত হয়- পবিত্র লোগোর মতন ;
"তুমি ভাঙ্গতে পারো তা নিয়ম মেনে-
কিন্তু নিয়ম ভাঙ্গতে পারবে না কখনও"
আমার ব্যবসা মন্দা- সেটা সবার জানা-
আর কাক-কবিরা যারা বসে আছে,-
সংবাদ পত্রের বিনোদনের পাতায়, নাইট-গার্ড হয়ে-
যাতে বিশুদ্ধ কবিরা সহজে ঠাঁই না পায় মূলধারায়-অবলীলায় !
তবুও মস্তিষ্কের দিলকুশা-ভবনে-
প্রতিদিনই নন্দন তত্তের মিটিং বসে পনেরো তলায়,
মাঝে মাঝে বিদেশী-বায়াররাও আসে-
জার্মানি থেকে ইটালি থেকে,
মাঝে মাঝে মৃত ভ্যান-গগ ও মিশে পরে-
স্বর্গীয় মিটিং এর ভেতর ;-
মিটিং শেষে আফসোস করে -
"আহ কেনো যে আত্মঘাতী হলাম !-
সত্যি তোমার মতন যদি -
আর কিছুকাল বেঁচে থাকতে পারতাম !"

২৭শে এপ্রিল ২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast