কবিতা তুমি নিচ্ছো কোথায়
কবিতা আমায় নিচ্ছে যেনো
আদ্যিকালের গ্রহের ভেতর,
কবিতা আমায় টানছে যেনো
নরম সবুজ ঘাসের ওপর;
কবিতা তুমি নিচ্ছো কোথায়
বলতে পারো কি নির্দ্বিধায়?
অনেক কাজ তো এখনও বাকী
নিপুনতার অপেক্ষায়!
অসম্পূর্ণ গানে অসম্পূর্ণ কথা
অসম্পূর্ণ ক্যানভাসে নানানরকম ব্যাথা,
অপ্রতিরোধ্য প্রেম ও আছে
হৃদয় মাঝে আজো জেগে,
ভুলতে পেরেছি সবকিছুকে
শুধু এই নিছক প্রেমটি বাদে;
কবিতা তুমি বৃষ্টি হয়ে
ঝরে পড় অবেলায়
কবিতা তুমি মিষ্টি হয়ে
প্রাণ নিয়ে যাও সাঁঝ বেলায়।
২৪শে এপ্রিল, ২০১৫
আদ্যিকালের গ্রহের ভেতর,
কবিতা আমায় টানছে যেনো
নরম সবুজ ঘাসের ওপর;
কবিতা তুমি নিচ্ছো কোথায়
বলতে পারো কি নির্দ্বিধায়?
অনেক কাজ তো এখনও বাকী
নিপুনতার অপেক্ষায়!
অসম্পূর্ণ গানে অসম্পূর্ণ কথা
অসম্পূর্ণ ক্যানভাসে নানানরকম ব্যাথা,
অপ্রতিরোধ্য প্রেম ও আছে
হৃদয় মাঝে আজো জেগে,
ভুলতে পেরেছি সবকিছুকে
শুধু এই নিছক প্রেমটি বাদে;
কবিতা তুমি বৃষ্টি হয়ে
ঝরে পড় অবেলায়
কবিতা তুমি মিষ্টি হয়ে
প্রাণ নিয়ে যাও সাঁঝ বেলায়।
২৪শে এপ্রিল, ২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ০৮/০৫/২০১৫ঠিক বলেছেন। জাত কবিরা এমনই হয়ে থাকেন।