www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতা তুমি নিচ্ছো কোথায়

কবিতা আমায় নিচ্ছে যেনো
আদ্যিকালের গ্রহের ভেতর,
কবিতা আমায় টানছে যেনো
নরম সবুজ ঘাসের ওপর;

কবিতা তুমি নিচ্ছো কোথায়
বলতে পারো কি নির্দ্বিধায়?
অনেক কাজ তো এখনও বাকী
নিপুনতার অপেক্ষায়!

অসম্পূর্ণ গানে অসম্পূর্ণ কথা
অসম্পূর্ণ ক্যানভাসে নানানরকম ব্যাথা,
অপ্রতিরোধ্য প্রেম ও আছে
হৃদয় মাঝে আজো জেগে,
ভুলতে পেরেছি সবকিছুকে
শুধু এই নিছক প্রেমটি বাদে;

কবিতা তুমি বৃষ্টি হয়ে
ঝরে পড় অবেলায়
কবিতা তুমি মিষ্টি হয়ে
প্রাণ নিয়ে যাও সাঁঝ বেলায়।

২৪শে এপ্রিল, ২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast