টাকের ইতিহাস
একটা দেশের রাজধানীতে
একটা বিশাল টাক ছিলো,
টাক মাথাটি সারা দেশে
টো টো করে ঘুরছিলো।
একটা শিশু দেখলে
পরে ভাবছিলো-
এমন টাক তো
বিশ্বকাপের পার্ট ছিলো !
একটা বুড়ো
টাকটি দেখে কাঁদছিলো-
এমন টাক তো
ষাট দশকেই ঢের ছিলো !
প্রধানমন্ত্রী
টাকটি নিয়ে ভাবছিলো
কারণ কিন্তু টাকের ভেতর
মগজগুলো সৎ ছিলো !
টাক মাথাটি
ভাবতে ভাবতে ঘামছিলো,
তার ওপরে
পিঁপড়েরা সব হাঁটছিলো।
বিজ্ঞানীরা
টাকটি নিয়ে ভাবছিলো,
কেমন যেনো মঙ্গল গ্রহের
ছবি তাতে ফুটছিলো!!
১৯শে এপ্রিল, ২০১৫
একটা বিশাল টাক ছিলো,
টাক মাথাটি সারা দেশে
টো টো করে ঘুরছিলো।
একটা শিশু দেখলে
পরে ভাবছিলো-
এমন টাক তো
বিশ্বকাপের পার্ট ছিলো !
একটা বুড়ো
টাকটি দেখে কাঁদছিলো-
এমন টাক তো
ষাট দশকেই ঢের ছিলো !
প্রধানমন্ত্রী
টাকটি নিয়ে ভাবছিলো
কারণ কিন্তু টাকের ভেতর
মগজগুলো সৎ ছিলো !
টাক মাথাটি
ভাবতে ভাবতে ঘামছিলো,
তার ওপরে
পিঁপড়েরা সব হাঁটছিলো।
বিজ্ঞানীরা
টাকটি নিয়ে ভাবছিলো,
কেমন যেনো মঙ্গল গ্রহের
ছবি তাতে ফুটছিলো!!
১৯শে এপ্রিল, ২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ০৭/০৫/২০১৫খুব ভাল
-
শাহাদাত হোসেন রাতুল ০৭/০৫/২০১৫লেখার শেষে এক রাশ শুভেচ্ছা রেখে গেলাম