আমি স্রেফ শিল্পী হতে চেয়েছিলাম
আমি, 'আমি' হতে চাইনি-
স্রেফ শিল্পী হতে চেয়েছিলাম।
আমি কবি হতে চাইনি-
কবিতা হতে চেয়েছিলাম।
আমি গল্প হতে চাইনি-
স্রেফ চরিত্র হতে চেয়েছিলাম।
আমি দেহ হতে চাইনি-
প্রাণ হতে চেয়েছিলাম।
আমি মানুষ হতে চাইনি-
স্রেফ উপস্থিতি হতে চেয়েছিলাম।
৯ই জানুয়ারি, ২০১৫
স্রেফ শিল্পী হতে চেয়েছিলাম।
আমি কবি হতে চাইনি-
কবিতা হতে চেয়েছিলাম।
আমি গল্প হতে চাইনি-
স্রেফ চরিত্র হতে চেয়েছিলাম।
আমি দেহ হতে চাইনি-
প্রাণ হতে চেয়েছিলাম।
আমি মানুষ হতে চাইনি-
স্রেফ উপস্থিতি হতে চেয়েছিলাম।
৯ই জানুয়ারি, ২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ০৭/০৫/২০১৫ভাল লাগল