মহাকাল ছুঁয়ে জড়িয়ে গেছে যে রেল পথ
মনে হচ্ছে জীবনটা স্বচ্ছ অদৃশ্য কাঁচে ঘেরা ছিমছাম
অথচ কতো শত বিমূর্ত বেদনার অভিনব 'রেইনফরেস্ট'!
আমাজন নদী যেন হাতের আয়ুরেখা!
কবে থামবে নাব্যতা?
লোভনীয় সংখ্যাতত্ত্ব মাথার ভেতর খেলে যায়-
মস্তিষ্কের ইলেক্ট্রো-ম্যাগনেটিক রেল লাইনের ভেতর।
তাদের ক্যাচ-কুচ স্ফুলিঙ্গে যে- তড়িৎ ক্রীড়া শুরু হয়
প্রণোদিত করে তুলে ঝিমিয়ে পড়া উৎসাহকে।
জং ধরা ট্রেনে আবার গতি এসেছে-
পুরনো লোকোমোটিভ ব্রেক বিহীন
ছুটে চলছে অনন্ত কালের পথে
যেন পুরো মহাকাল ছুঁয়ে জড়িয়ে গেছে সেই রেলপথ!
১১ই জানুয়ারি, ২০১৫
অথচ কতো শত বিমূর্ত বেদনার অভিনব 'রেইনফরেস্ট'!
আমাজন নদী যেন হাতের আয়ুরেখা!
কবে থামবে নাব্যতা?
লোভনীয় সংখ্যাতত্ত্ব মাথার ভেতর খেলে যায়-
মস্তিষ্কের ইলেক্ট্রো-ম্যাগনেটিক রেল লাইনের ভেতর।
তাদের ক্যাচ-কুচ স্ফুলিঙ্গে যে- তড়িৎ ক্রীড়া শুরু হয়
প্রণোদিত করে তুলে ঝিমিয়ে পড়া উৎসাহকে।
জং ধরা ট্রেনে আবার গতি এসেছে-
পুরনো লোকোমোটিভ ব্রেক বিহীন
ছুটে চলছে অনন্ত কালের পথে
যেন পুরো মহাকাল ছুঁয়ে জড়িয়ে গেছে সেই রেলপথ!
১১ই জানুয়ারি, ২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।