গোধূলি
তারপর চুলের মুঠি ধরে হেঁচকা টান মারতেই
নেতিয়ে পড়লো মেয়েটি
এতক্ষনে এবার সে ক্লান্ত
এবার আর নড়তে চায়নি সে,
তবে কাটা ঠোঁট নিয়ে কিছু একটা বলতে চেয়েছিল,
হেসেছিল,
গুঙ্গিয়েছিল,
তারপর আর পারেনি
কে বা কারা যেন ততক্ষনে তাকে ছিন্নভিন্ন করতে লেগেছে
শরীরের মধ্যে কিছু তো আছেই, নাহলে এত গুলো লোক!
এত পরিশ্রম,
আবিষ্কারের নেশা বটে, মাংসপিন্ড, স্বাভাবিক নয় কি?
এরপর শুধুই রক্ত,
রক্ত-যন্ত্রনা, লাভা
আর ওপাশে পৈশাচিক তৃপ্তি,
উত্তাপ, উল্লাস
কিভাবে যেন রক্তের সাথে সূর্যাস্তের গোধূলি রং মিশে গেল
আচ্ছা,
রক্তে কি গোধূলি দেখা যায়? যাওয়া ভালো?
নেতিয়ে পড়লো মেয়েটি
এতক্ষনে এবার সে ক্লান্ত
এবার আর নড়তে চায়নি সে,
তবে কাটা ঠোঁট নিয়ে কিছু একটা বলতে চেয়েছিল,
হেসেছিল,
গুঙ্গিয়েছিল,
তারপর আর পারেনি
কে বা কারা যেন ততক্ষনে তাকে ছিন্নভিন্ন করতে লেগেছে
শরীরের মধ্যে কিছু তো আছেই, নাহলে এত গুলো লোক!
এত পরিশ্রম,
আবিষ্কারের নেশা বটে, মাংসপিন্ড, স্বাভাবিক নয় কি?
এরপর শুধুই রক্ত,
রক্ত-যন্ত্রনা, লাভা
আর ওপাশে পৈশাচিক তৃপ্তি,
উত্তাপ, উল্লাস
কিভাবে যেন রক্তের সাথে সূর্যাস্তের গোধূলি রং মিশে গেল
আচ্ছা,
রক্তে কি গোধূলি দেখা যায়? যাওয়া ভালো?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইউসুফ জামিল ০৫/০২/২০২১ভালো লাগল।
-
কুমারেশ সরদার ৩০/০১/২০২১বাহ্
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/০১/২০২১গোধূলির অন্ধকার মুছে আলো আসুক সবার জীবনে।
-
ফয়জুল মহী ৩০/০১/২০২১অসাধারণ সৃজন সৃষ্টি
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/০১/২০২১ভালো হয়েছে।