মা মা গন্ধ
- হ্যাঁ রে চিরন্তন, প্রদীপের পোড়া গন্ধটা তোর কেমন লাগে রে?
- ভালো লাগে স্যার, দারুন।
- আর এখন ওইসব উঠেই গেছে। আমার বউ কোন রকমে ধূপকাঠি দিয়েই মুড়ি খেতে বসে।
- হেহে। হুঁ স্যার।
- জানিস ছোটবেলাই খেলে মাঠ থেকে এসে খুব খিদে পেত। এসে মা কে সন্ধ্যে টাও দিতে দিতাম-না। আর মা সেই সন্ধ্যে দেবেই। আমি আঁচল ধরে টান দিতাম। তাই মা আমাকে প্রায় প্রদীপ জ্বালাবার কাজ দিত। আমি কোনো রকমে জ্বালিয়ে আবার টানতে টানতে মা'কে নিয়ে আসতাম।
আজ যখন তোদের ভি.সি ম্যাডাম প্রদীপটা জ্বালালেন, আমি হাতে করে একটু কালো পলতেটা টিপে চুপচাপ বসে ছিলাম।
- হ্যাঁ স্যার দেখেছিলাম। মুঠো করে।
- এই দেখ, আমার হাত থেকে কেমন মা মা গন্ধ বেরোচ্ছে। আমি সুযোগ পেলেই মুঠোই ভরে নি। অনেক ক্ষন থাকে গন্ধটা।
( বলেই স্যার হাত টা আমার দিকে এগিয়ে দিলেন )
দেখলাম, স্যারের ডানহাতের আঙ্গুলে তখনো লেগে আছে আবছা কালো দাগ। স্যার আবার মুঠো বন্ধ করে নিলেন।
- ভালো লাগে স্যার, দারুন।
- আর এখন ওইসব উঠেই গেছে। আমার বউ কোন রকমে ধূপকাঠি দিয়েই মুড়ি খেতে বসে।
- হেহে। হুঁ স্যার।
- জানিস ছোটবেলাই খেলে মাঠ থেকে এসে খুব খিদে পেত। এসে মা কে সন্ধ্যে টাও দিতে দিতাম-না। আর মা সেই সন্ধ্যে দেবেই। আমি আঁচল ধরে টান দিতাম। তাই মা আমাকে প্রায় প্রদীপ জ্বালাবার কাজ দিত। আমি কোনো রকমে জ্বালিয়ে আবার টানতে টানতে মা'কে নিয়ে আসতাম।
আজ যখন তোদের ভি.সি ম্যাডাম প্রদীপটা জ্বালালেন, আমি হাতে করে একটু কালো পলতেটা টিপে চুপচাপ বসে ছিলাম।
- হ্যাঁ স্যার দেখেছিলাম। মুঠো করে।
- এই দেখ, আমার হাত থেকে কেমন মা মা গন্ধ বেরোচ্ছে। আমি সুযোগ পেলেই মুঠোই ভরে নি। অনেক ক্ষন থাকে গন্ধটা।
( বলেই স্যার হাত টা আমার দিকে এগিয়ে দিলেন )
দেখলাম, স্যারের ডানহাতের আঙ্গুলে তখনো লেগে আছে আবছা কালো দাগ। স্যার আবার মুঠো বন্ধ করে নিলেন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৪/২০২২সুন্দর আলোচনা
-
মীনাক্ষী জয়ন্তীকন্যা ০৫/০২/২০২১মন কেমন করা মা-মা গন্ধ যে আমিঅ পেলাম।
ভালো থাকুন গল্পকার! -
Biswanath Banerjee ৩০/০১/২০২১nice
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/০১/২০২১চমৎকার অনুভূতি!
-
ফয়জুল মহী ২৯/০১/২০২১মনোমুগ্ধকর উপস্থাপন শৈলী
খুব ভালো লাগলো