স্বপ্নের ফেরিওয়ালা
স্বপ্নের ফেরিওয়ালা _
কি স্বপ্ন দেখবি বল? আধা না গোটা?
সব ধরনের স্বপ্ন আছে, বোতল ভ'রে রাখা।
সময় এলে ঘুম পেলে, মগজে দেব ঢেলে
আনমনে এক কোনে, চমকে উঠবে পিলে।
কাঁচা ঘুমেরও স্বপ্ন আছে, হোকনা সাদামাঠা,
চিতল মাছ আর পোলাও দিয়ে,
আম সরষে বাঁটা ।
পকেট ভর্তী স্বপ্ন আছে, নিত্যনতুন থিম,
বাজেট বল তোর ঘুমের, করবো তোকে হিম।
ঘুরতে যাবি ? আরে বল'না আমায়, দেদার মন খুলে
তুরিমেরে তুরস্কোতে নিয়ে যাব তুলে ।
শয়তানিরও স্বপ্ন আছে শীতল ফন্দি আঁটা
রাশরাশি জিলিপী মোড়া ভূগোল বই এর পাতা ।
আমার স্বপ্নে লজিক আছে
লেবেনচুস ও দোবো
শুধু মাঝ রাত্তিরে কেঁদে উঠলে
কিলিয়ে ঘুম কেড়ে নোবো।
মন খারাপের স্বপ্ন আছে
মিস্টি গল্পে ঠাসা
খোঁচা মারবো যেইনা ঘিলুতে, ঘুম হবে খাসা ।
চোখ বোজ স্বপ্ন তোকে আমিই বেছে দোবো
ঘাপটি মেরে চুপটি ক'রে ঘুম পাড়িয়ে দেবো ।।
কি স্বপ্ন দেখবি বল? আধা না গোটা?
সব ধরনের স্বপ্ন আছে, বোতল ভ'রে রাখা।
সময় এলে ঘুম পেলে, মগজে দেব ঢেলে
আনমনে এক কোনে, চমকে উঠবে পিলে।
কাঁচা ঘুমেরও স্বপ্ন আছে, হোকনা সাদামাঠা,
চিতল মাছ আর পোলাও দিয়ে,
আম সরষে বাঁটা ।
পকেট ভর্তী স্বপ্ন আছে, নিত্যনতুন থিম,
বাজেট বল তোর ঘুমের, করবো তোকে হিম।
ঘুরতে যাবি ? আরে বল'না আমায়, দেদার মন খুলে
তুরিমেরে তুরস্কোতে নিয়ে যাব তুলে ।
শয়তানিরও স্বপ্ন আছে শীতল ফন্দি আঁটা
রাশরাশি জিলিপী মোড়া ভূগোল বই এর পাতা ।
আমার স্বপ্নে লজিক আছে
লেবেনচুস ও দোবো
শুধু মাঝ রাত্তিরে কেঁদে উঠলে
কিলিয়ে ঘুম কেড়ে নোবো।
মন খারাপের স্বপ্ন আছে
মিস্টি গল্পে ঠাসা
খোঁচা মারবো যেইনা ঘিলুতে, ঘুম হবে খাসা ।
চোখ বোজ স্বপ্ন তোকে আমিই বেছে দোবো
ঘাপটি মেরে চুপটি ক'রে ঘুম পাড়িয়ে দেবো ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাফি বিন শাহাদৎ ২২/১১/২০১৭ভাল লাগছে
-
রইস উদ্দিন খান আকাশ ১৮/০৫/২০১৬দারুণ সৃষ্টি
-
অ ১৪/০৫/২০১৬চমৎকার লিখেছেন ।
শিরোনামের বানান ঠিক করে নিন । -
আজকের চাকরির বাজার বিডি.কম ১২/০৫/২০১৬অপূর্ব!!
মোহনীয়.... -
পরশ ১১/০৫/২০১৬অনেক ভাল লেগেছে
-
শাহারিয়ার ইমন ১১/০৫/২০১৬অসাধারন
-
নাসিফ আমের চৌধুরী ১০/০৫/২০১৬মজা লাগল
-
দীপঙ্কর বেরা ১০/০৫/২০১৬দারুণ
-
শ্রীরূপা লাহিড়ি ১০/০৫/২০১৬দারুণ তো! খুব মজা পেলাম!!