❤
কিছু বিন্দু বিন্দু ক্ষোভ আর তারায় ভরা মেঘ,
মেঘ মল্লারে ছু্ঁতে চাই
রাত্তি তোমায়
দিনান্তে চেয়ে থাকি
রাত্তি তেমায় ভালবাসি
পারবে কি চিনতে আমায়?
পাব তোমার দেখা কি আজ বিকেলে?
নাকি সন্ধে নামবে সেদিনের মতো,
বৃষ্টির সেই রাতে
প্রেম আমার কাছে বন্দি,
আছে কাল-সীমানার গণ্ডী
-পেরিয়ে আপন করিস জানেমন
একলা এ মন _
মেঘ মল্লারে ছু্ঁতে চাই
রাত্তি তোমায়
দিনান্তে চেয়ে থাকি
রাত্তি তেমায় ভালবাসি
পারবে কি চিনতে আমায়?
পাব তোমার দেখা কি আজ বিকেলে?
নাকি সন্ধে নামবে সেদিনের মতো,
বৃষ্টির সেই রাতে
প্রেম আমার কাছে বন্দি,
আছে কাল-সীমানার গণ্ডী
-পেরিয়ে আপন করিস জানেমন
একলা এ মন _
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ০৬/০৩/২০১৫একলা কোথায় ? সঙ্গে আছে সে । তাইনা ?
-
হাসান ইমতি ০৪/০২/২০১৫বেশ
-
অ ০১/০২/২০১৫সুন্দর ।।
-
অগ্নিপক্ষ ৩১/০১/২০১৫!
-
ঐশ্বরিক হিমা ৩০/০১/২০১৫ভালোবাসারা বেঁচে থাকুক প্রেমিকার মনে
<3 -
ফিরোজ মানিক ৩০/০১/২০১৫প্রেম আপনার কাছে বন্দি বলেই ভালোবাসার সাথে হচ্ছে প্রতিনিয়োত সন্ধি।
-
সবুজ আহমেদ কক্স ৩০/০১/২০১৫অনেক ভালো লাগলো ক'বার পড়লাম .........
-
সবুজ আহমেদ কক্স ৩০/০১/২০১৫দারুণ ............।।
-
শ্রাবনের মেঘ ৩০/০১/২০১৫ভাল লিখেছেন