ধূলোর মাঝে বাস আমার
ধূলোর মাঝে বাস আমার
একদিন ধূলোতেই মিশে যাব,
পদচিহ্ন র'বে না।
পূণি'মার আলো যখন প্রভাতে মিলাবে,
মোরগের ডাকে ঘুমভাঁঙ্গা সকালে
আমাকে আর ডাকিস না।
আলো আঁধারির লুকোচুরি খেলায়
কঞির ডগা দাঁতে পঙ্গপালের ভীরে
আমাকে আর খুঁজিস না।
নিয়তি যখন আসবে আমার দ্বারে
জীবন প্রদীপ নিভে যাবে সাবেক আঁধারে
তখন কেউ যেন তোরা কাঁদিস না।
জীবন সুন্দর
মৃত্যু কাক্ষিত তপস্যা।।
একদিন ধূলোতেই মিশে যাব,
পদচিহ্ন র'বে না।
পূণি'মার আলো যখন প্রভাতে মিলাবে,
মোরগের ডাকে ঘুমভাঁঙ্গা সকালে
আমাকে আর ডাকিস না।
আলো আঁধারির লুকোচুরি খেলায়
কঞির ডগা দাঁতে পঙ্গপালের ভীরে
আমাকে আর খুঁজিস না।
নিয়তি যখন আসবে আমার দ্বারে
জীবন প্রদীপ নিভে যাবে সাবেক আঁধারে
তখন কেউ যেন তোরা কাঁদিস না।
জীবন সুন্দর
মৃত্যু কাক্ষিত তপস্যা।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৬/০২/২০১৫
-
নিহাল নাফিস ০৬/০২/২০১৫অনেক সুন্দর
-
হাসান ইমতি ০৩/০২/২০১৫বাহ ...
-
মেহেদী হাসান (নয়ন) ৩১/০১/২০১৫ভাল লাগল কবি
-
হাসান ইমতি ৩০/০১/২০১৫বেশ লাগলো ...
-
ঐশ্বরিক হিমা ২৮/০১/২০১৫অনেক গভীরে চলে গিয়েছিলাম কবিতাটি পড়ে।
অসম্ভব ভাল লাগল -
হাসান ইমতি ২৮/০১/২০১৫এটাই বাস্তবতা
-
স্বপন রোজারিও(১) ২৭/০১/২০১৫আমরা আবার ধূলায় মিশে যাব।
-
জহিরুল ইসলাম অভি ২৪/০১/২০১৫এক দিন চলে যাবো............................!
-
আবিদ আল আহসান ২২/০১/২০১৫সুন্দর লিখেন
-
নাজমুল আহসান ২২/০১/২০১৫হুঁ.... চলে যেতে হবে একদিন ।
-
রক্তিম ২২/০১/২০১৫তবু রয়ে যাবে কিছু যে গান তুমি শুনিয়েছিলে। যে কথা বলেছিলে যে হাত ধরে বলেছিলে । রামধনু রঙে মিশেছিলে সেটাই তো স্মৃতি রয়ে গেছে ? ভুলি কি করে ?
-
আহমাদ মাগফুর ২০/০১/২০১৫বড় সাচ্চা কথা!
-
ফিরোজ মানিক ২০/০১/২০১৫সময় যখন হবে, এই পৃথিবী সবাইকে একদিন ছেড়ে যেতে হবে। আপনার লেখাটি বাস্তব ধর্মী, চালিয়ে যান।
-
রাফি বিন শাহাদৎ ১৯/০১/২০১৫ভাল লিখেছেন
-
অ ১৭/০১/২০১৫সুন্দর লেখা ।।
-
সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫kobi @ priyo te nilam @ so i want friendship
-
স্বপন রোজারিও(১) ১৭/০১/২০১৫চমৎকার। সত্যি আমরা একদিন ধূলায় মিশে যাব।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৫/০১/২০১৫হমম। আসরে স্বাগতম। প্রথম লেখা ভালো হয়েছে। প্রকাশ করে দিলাম। চালিয়ে যান।
সুন্দর লিখেছেন>>