বেশ্যা
তিলোত্তমা মহানগরী বহু লোকের বাস
তাদের এঁটো বিছানায় পরে থাকে তোর অস্থির নিযা্স
তোর মনের দুযারে বাঁকা চাঁদ এসে হুঁংকার দিয়ে যায়
সাদা কালো ওই মুখোস গুলো তোর শরীরে থাবা বসায়
চেনা ক্ষত আর অভিমান গুলো তোকে নিংরে নিংরে খায়
ওরা শেষরাতের ভালোবাসার দাগ রাখতে চায়
লাইনের ধারে রাশি রাশি ওরা একবারো ভাবেনি
তোর ঠাণ্ডা বিছানার ফুটপাতে তখনও সন্ধ্যা নামেনি
অশ্লিল সব শব্দ গুলো তুই দু-ঠো্ঁটে মেখেছিস
এেঁটো ঠিকানার অলি গলি বেয়ে রাস্তায় নেমেছিস
তোর শরীর বড়ো বেইমান একবার যদি ভাবতিস্
সস্তা বিছানার কালোবাজারিতে প্রেম না-বিকোলেও পারতিস্......
তাদের এঁটো বিছানায় পরে থাকে তোর অস্থির নিযা্স
তোর মনের দুযারে বাঁকা চাঁদ এসে হুঁংকার দিয়ে যায়
সাদা কালো ওই মুখোস গুলো তোর শরীরে থাবা বসায়
চেনা ক্ষত আর অভিমান গুলো তোকে নিংরে নিংরে খায়
ওরা শেষরাতের ভালোবাসার দাগ রাখতে চায়
লাইনের ধারে রাশি রাশি ওরা একবারো ভাবেনি
তোর ঠাণ্ডা বিছানার ফুটপাতে তখনও সন্ধ্যা নামেনি
অশ্লিল সব শব্দ গুলো তুই দু-ঠো্ঁটে মেখেছিস
এেঁটো ঠিকানার অলি গলি বেয়ে রাস্তায় নেমেছিস
তোর শরীর বড়ো বেইমান একবার যদি ভাবতিস্
সস্তা বিছানার কালোবাজারিতে প্রেম না-বিকোলেও পারতিস্......
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহিদুর রহমান ০৫/০২/২০১৫Valo laglo porea
-
ফিরোজ মানিক ২১/০১/২০১৫কবিতাটি ভাল। ভাল লেগেছে।
-
সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫kobi fine @ valo hayacha
-
ইমন শরীফ ০৮/০১/২০১৫অসাধারণ বলতেই হয়।
-
রক্তিম ০৫/০১/২০১৫তবু তুমি সুন্দরী কত কলকাতা। আসরে স্বাগত।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৫/০১/২০১৫প্রথম লেখা। আসরে সু-স্বাগতম। প্রথমেই বলছি লাইনের শেষের চিহ্নগুলো লেখার সৌন্দর্য কিছুটা নষ্ট করছে। লেখাটি সুন্দর। ভালো হয়েছে চালিয়ে যান..............
-
অ ০৪/০১/২০১৫সুন্দর হয়েছে । শিরোনামটা পরিবর্তন করলে আরো ভালো লাগবে আশা করি ।