মুক্তি চাই
আমার সমাজ, সংসার,
আমার জীবন, ধর্ম,
আমার চলার, পথ,
আমার সবটুকু, চাওয়া,
এমন নির্মল প্রবঞ্চনাগুলো থেকে মুক্তি চাই।
শিশির ফোটা ঘাসফুলের স্বপ্ন
মেঘের উড়ে চলা নীল আকাশের ব্যঞ্জন
অভিমান সেতো, যাতনা বুকের ভাটার নদীর মত
অপেক্ষার যন্ত্রণা খেয়ামাঝি শিখে নেয়,
বাঁকে বাঁকে বৈঠা ঠেলে।
তবে কেন সময়ের কোল ঠেলে
চুঁইয়ে চুঁইয়ে নিঃশেষ হয় স্বপ্নবুনো ফুল।
অভিমান টেনে আঁচল ভরালে
জ্যোৎস্নায় মেটে না আঁধার কালো।
১৪২০@১২ কার্তিক,হেমন্তকাল।
আমার জীবন, ধর্ম,
আমার চলার, পথ,
আমার সবটুকু, চাওয়া,
এমন নির্মল প্রবঞ্চনাগুলো থেকে মুক্তি চাই।
শিশির ফোটা ঘাসফুলের স্বপ্ন
মেঘের উড়ে চলা নীল আকাশের ব্যঞ্জন
অভিমান সেতো, যাতনা বুকের ভাটার নদীর মত
অপেক্ষার যন্ত্রণা খেয়ামাঝি শিখে নেয়,
বাঁকে বাঁকে বৈঠা ঠেলে।
তবে কেন সময়ের কোল ঠেলে
চুঁইয়ে চুঁইয়ে নিঃশেষ হয় স্বপ্নবুনো ফুল।
অভিমান টেনে আঁচল ভরালে
জ্যোৎস্নায় মেটে না আঁধার কালো।
১৪২০@১২ কার্তিক,হেমন্তকাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাখাল ২৭/১০/২০১৩দারুণ লিখেছেন, "নির্মল প্রবঞ্চণাগুলো থেকে মুক্তি চাই ।" অবশ্য পুরো কবিতাটিই চমৎকার ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৭/১০/২০১৩খুব ভালো লাগলো আপনার লেখা আমার প্রথম পড়া কবিতা।চমৎকার হয়েছে।তবে দাড়ি দেওয়ার কিছু নিয়ম আছে সেটা আশা করি আপনি ও জানেন
-
আহমাদ সাজিদ ২৭/১০/২০১৩ভাল লাগল কবি