www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উপসংহার

' এখানে খুঁজছি আমি জীবনের মানে । '

-- উপক্রমণিকা যত বড়োই হোক না কেন, উপসংহার যেন হয় সংক্ষিপ্ত ।

একটি ঘটনাবহুল জীবন যতই জটিল পথপরিক্রমা করুক না কেন , পরিণতি একটি অতি সরলীকৃত অধ্যায় ।

সম্ভাব্যতার ( probability ) নিরিখে তিনটি মাত্র সূত্রে একটা গোটা জীবনকে ব্যাখ্যা করে ফেলা যায়, যথা-- হ্যাঁ, না অথবা কোনোটাই না । অর্থাৎ কোনোকিছু যেন greater than, equal or less than ।

অথচ সেই সোজা জিনিসটা সহজে করতে না পারা বা সোজা কথা সোজাসুজি বলতে না পারার দুর্ভাগ্যজনক ও অনভিপ্রেত অক্ষমতাকে সঙ্গে নিয়েই আমরা পথ হাঁটি ও বুনে চলি জীবনের মায়াজাল ।

কখন যে গোড়ার সত্য হারিয়ে যায় ও নিরন্তর সমাধিস্থ হতে হতে তা পলিস্তরের অন্ধকার গভীরে আশ্রয় নেয় আমাদের চোখের আড়ালে , কেউ বলতে পারে না ।

বাস্তবিকই, ইতিহাস সত্যান্বেষী, কিন্তু তার কাজ এমতাবস্থায় বড়োই কঠিন ।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৫৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কুমারেশ সরদার ১৬/০৫/২০২০
    শাবাশ
  • ফয়জুল মহী ১৩/০৫/২০২০
    Great
  • অধীতি ১৩/০৫/২০২০
    হুম।
 
Quantcast