www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কলকাতার শীত

ইউ এস এ থেকে সোমদীপা মেসেজে লিখেছে ,
আমাদের এখানে এখন ফল। সমস্ত গাছের পাতা লাল হলুদ আর কমলা । সত্যি এক রঙবাহার যেন । তোমাকে খুব করে খুঁজছিলাম । আর ভীষণ মিস করছিলাম জানো ।

কলকাতার হাইরাইজ স্থিত অফিসে এই নভেম্বরেও নিজের শীততাপ নিয়ন্ত্রিত কেবিনে বসে অনিন্দ্য । কাঁচের দেওয়াল ভেদ করে বিকেলের নরম মোলায়েম রোদ যেন ভিজিয়ে দিয়ে যাচ্ছিল তাকে ।

একটু আড়মোড়া ভেঙে উত্তরে সেও লিখল ,

আর কিছুদিন পরে এই কলকাতা শহরটা কমলালেবু আর রঙিন স্কার্ফে ছেয়ে যাবে । ভাবছি সামনের ফিল্ম ফেস্টিভালে ক'টা বাইরের মুভি দেখব এবার । তুমি কিন্তু সাবধানে থেকো । সামনের শীতে ঠান্ডা লাগিও না ।

সোমদীপা ভাবল , কলকাতার মেয়েগুলো কী দারুণই না লাকি !

ভাবল ভারী সুন্দর একটা শীত ওদের জন্য তোলা থাকে ওখানে । এখানকার মতো ধূসর আর উত্তাপহীন নয় । একা নয় ।

মনে মনে অনিন্দ্য'র ওপর একটু রাগও হল তার ।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৬০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জুয়েল কুমার রায় ০১/০৬/২০২০
    খুব ভালো উপস্থাপ
  • বিজন বেপারী ১৬/০৫/২০২০
    ধন্যবাদ।
  • কুমারেশ সরদার ১৬/০৫/২০২০
    বলিহারি
  • বিজন বেপারী ১৫/০৫/২০২০
    ভালো লাগলো।
  • ন্যান্সি দেওয়ান ১৩/০৫/২০২০
    Beautiful
  • ফয়জুল মহী ১৩/০৫/২০২০
    Valo laglo ns
  • অধীতি ১৩/০৫/২০২০
    বুঝলাম না,দুই বান্ধবীর পত্রালাপ?
 
Quantcast