তোমাকে খুব অনুভব করি
কত যে দেখেছি হররোজ
সন্ধ্যা রাতের আবছায়া আকাশে,
তোমার চেনানো পথে হেঁটেছি
আমি, মেখেছি তোমার জ্যোস্নাতে।
সাঁঝের সমীরণে,
বটের পাতার আন্দোলিত শনশন শব্দে,
কাছে থেকে দূরে জোনাকির টিমটিমে আলোতেই
যেন খেলেছি তোমাতে।
পূর্ণিমা যেয়ে আসতো যখন অমাবস্যা
তখনও ভাবিনি প্রেমিকার মতো
একদিন তুমিও দূরে চলে যাবে ।
আলমডাঙ্গার ওই সেই ছোট্ট আকাশে,
দেখবো বলে না তাকালেও দেখতাম তোমাকে,
একঝাঁক তারা নিয়ে নববধূর মতো
নির্বাক চাহনিতে চেয়ে আছ আমাতে ।
রবীন্দ্রসরোবরের বিশাল আঙিনা,
মাথার উপরে বিশাল আকাশ,
ভরা পূর্নিমা তবুও আজ কোথাও দেখিনা তোমাকে।
আজ দেখবো ভেবে চেয়ে থাকি কাছে থেকে দূরে।
ধানমণ্ডি লেকের ধারে কৃষ্ণচূড়ার ডালের মাঝে
হঠাৎ সাদা লাইট দেখে চমকে উঠি ভাবি তুমি।
পরক্ষণে নিজেকে সামলে নিয়ে শুধুই তখন ভাবি তোমাকে।
জানিনে আর দেখা হবে কিনা?
আর কি কখনো হবে হাটাহাটি তোমার পথ চেয়ে?
সন্ধ্যা রাতের আবছায়া আকাশে,
তোমার চেনানো পথে হেঁটেছি
আমি, মেখেছি তোমার জ্যোস্নাতে।
সাঁঝের সমীরণে,
বটের পাতার আন্দোলিত শনশন শব্দে,
কাছে থেকে দূরে জোনাকির টিমটিমে আলোতেই
যেন খেলেছি তোমাতে।
পূর্ণিমা যেয়ে আসতো যখন অমাবস্যা
তখনও ভাবিনি প্রেমিকার মতো
একদিন তুমিও দূরে চলে যাবে ।
আলমডাঙ্গার ওই সেই ছোট্ট আকাশে,
দেখবো বলে না তাকালেও দেখতাম তোমাকে,
একঝাঁক তারা নিয়ে নববধূর মতো
নির্বাক চাহনিতে চেয়ে আছ আমাতে ।
রবীন্দ্রসরোবরের বিশাল আঙিনা,
মাথার উপরে বিশাল আকাশ,
ভরা পূর্নিমা তবুও আজ কোথাও দেখিনা তোমাকে।
আজ দেখবো ভেবে চেয়ে থাকি কাছে থেকে দূরে।
ধানমণ্ডি লেকের ধারে কৃষ্ণচূড়ার ডালের মাঝে
হঠাৎ সাদা লাইট দেখে চমকে উঠি ভাবি তুমি।
পরক্ষণে নিজেকে সামলে নিয়ে শুধুই তখন ভাবি তোমাকে।
জানিনে আর দেখা হবে কিনা?
আর কি কখনো হবে হাটাহাটি তোমার পথ চেয়ে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ০৯/০১/২০১৭মুগ্ধতা একরাশ, অনবদ্য লিখেছেন ।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০১/২০১৭খুব ভালো। Happy New Year 2017.
-
সাইয়িদ রফিকুল হক ৩১/১২/২০১৬ভালো লাগলো।