অপেক্ষা
অপেক্ষা
শ্রাবণ আসে
শ্রাবণ যায়,
আমি থাকি
তোমার অপেক্ষায়।
কবে আসবে
আসবে কবে?
আমায় তুমি
তুলে নিবে?
বর্ষার এই একলা রাতি
শূন্য বিছানা জাপটে থাকি।
হঠাৎ সেই চেনা ছোঁয়ায়
মিথ্যা স্বপ্নে ঘুুম ভেঙে যায়।
তোমার ছবি জাপটে ধরে
চোখের জল অঝোরে ঝরে।
বিগত ষোলটি বছর ধরে
তুমি আছ হৃদয় জুড়ে।
আজ তোমার চরণ চুমি
আমায় তুলে নেওনা তুমি।
মাথাটি রেখে তোমার বুকে
প্রাণটি জুড়ায় পরম সুুখে।
শ্রাবণ আসে
শ্রাবণ যায়,
আমি থাকি
তোমার অপেক্ষায়।
কবে আসবে
আসবে কবে?
আমায় তুমি
তুলে নিবে?
বর্ষার এই একলা রাতি
শূন্য বিছানা জাপটে থাকি।
হঠাৎ সেই চেনা ছোঁয়ায়
মিথ্যা স্বপ্নে ঘুুম ভেঙে যায়।
তোমার ছবি জাপটে ধরে
চোখের জল অঝোরে ঝরে।
বিগত ষোলটি বছর ধরে
তুমি আছ হৃদয় জুড়ে।
আজ তোমার চরণ চুমি
আমায় তুলে নেওনা তুমি।
মাথাটি রেখে তোমার বুকে
প্রাণটি জুড়ায় পরম সুুখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সজীব ১৩/০৭/২০১৬very good
-
মোনালিসা ২২/০৬/২০১৬মন ভরে যায়
-
অঙ্কুর মজুমদার ২০/০৬/২০১৬nice