www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পুরনো সেই অবয়ব

ঘন কুয়াশা...
উত্তরী হাওয়া যেন ধেয়ে আনে এক নির্মম শিতলতা।
হয়তো একটু উষ্ণতার জন্যই আমারো ইচ্ছে জাগে,
নতুন অনুভূতিতে তোমায় পাওয়ার।
মিতুদের সেই ভাঙা কয়েকটি দেয়াল।
স্যাঁতসেঁতে আর শেওলা জমা তাতে।
শিমের লতাগুলো তখনও গারো সবুজ।
আঁধার কালোয় তোমার লুকানো আহবান।
আমার উম্মত্ত ছুটে আসা।
ফিরে এসে দেখি,
বদলে যাওয়া সে এক ভিনজাগতিক চাহনি।
যা সহজেই দেখা যায়না অন্য কোন সময়ে।
দুহাত বাড়িয়ে আমায় ডেকে নেয়া তোমার বক্ষ মাঝে।
ক্ষাণিক পরেই দুজন থেকে একজন।
মাথার ওপাশে গজায় যেন,
নতুন দুটি মেয়েলী শীতল চোখ।
তীব্র শিতলতার মাঝেও আমার ঘাড়ে তখন এক গরম নিশ্বাস।
পাল্টে যাওয়া আমারো।
সকল প্রকার নিয়ম পদদলিত করা এক নিমেষেই।
কিছুকাল পরে আবার অনুভুতির বদল।
পৃথিবী ভুলে যাওয়ার ক্ষণে অনুভূত হওয়া,
অসঙ্গায়িত এক স্বর্গীয় অনুভুতি।
অতঃপর, তোমার পুনরায় ফিরে আসা,
সেই পুরনো অবয়বে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast