পুরনো সেই অবয়ব
ঘন কুয়াশা...
উত্তরী হাওয়া যেন ধেয়ে আনে এক নির্মম শিতলতা।
হয়তো একটু উষ্ণতার জন্যই আমারো ইচ্ছে জাগে,
নতুন অনুভূতিতে তোমায় পাওয়ার।
মিতুদের সেই ভাঙা কয়েকটি দেয়াল।
স্যাঁতসেঁতে আর শেওলা জমা তাতে।
শিমের লতাগুলো তখনও গারো সবুজ।
আঁধার কালোয় তোমার লুকানো আহবান।
আমার উম্মত্ত ছুটে আসা।
ফিরে এসে দেখি,
বদলে যাওয়া সে এক ভিনজাগতিক চাহনি।
যা সহজেই দেখা যায়না অন্য কোন সময়ে।
দুহাত বাড়িয়ে আমায় ডেকে নেয়া তোমার বক্ষ মাঝে।
ক্ষাণিক পরেই দুজন থেকে একজন।
মাথার ওপাশে গজায় যেন,
নতুন দুটি মেয়েলী শীতল চোখ।
তীব্র শিতলতার মাঝেও আমার ঘাড়ে তখন এক গরম নিশ্বাস।
পাল্টে যাওয়া আমারো।
সকল প্রকার নিয়ম পদদলিত করা এক নিমেষেই।
কিছুকাল পরে আবার অনুভুতির বদল।
পৃথিবী ভুলে যাওয়ার ক্ষণে অনুভূত হওয়া,
অসঙ্গায়িত এক স্বর্গীয় অনুভুতি।
অতঃপর, তোমার পুনরায় ফিরে আসা,
সেই পুরনো অবয়বে।
উত্তরী হাওয়া যেন ধেয়ে আনে এক নির্মম শিতলতা।
হয়তো একটু উষ্ণতার জন্যই আমারো ইচ্ছে জাগে,
নতুন অনুভূতিতে তোমায় পাওয়ার।
মিতুদের সেই ভাঙা কয়েকটি দেয়াল।
স্যাঁতসেঁতে আর শেওলা জমা তাতে।
শিমের লতাগুলো তখনও গারো সবুজ।
আঁধার কালোয় তোমার লুকানো আহবান।
আমার উম্মত্ত ছুটে আসা।
ফিরে এসে দেখি,
বদলে যাওয়া সে এক ভিনজাগতিক চাহনি।
যা সহজেই দেখা যায়না অন্য কোন সময়ে।
দুহাত বাড়িয়ে আমায় ডেকে নেয়া তোমার বক্ষ মাঝে।
ক্ষাণিক পরেই দুজন থেকে একজন।
মাথার ওপাশে গজায় যেন,
নতুন দুটি মেয়েলী শীতল চোখ।
তীব্র শিতলতার মাঝেও আমার ঘাড়ে তখন এক গরম নিশ্বাস।
পাল্টে যাওয়া আমারো।
সকল প্রকার নিয়ম পদদলিত করা এক নিমেষেই।
কিছুকাল পরে আবার অনুভুতির বদল।
পৃথিবী ভুলে যাওয়ার ক্ষণে অনুভূত হওয়া,
অসঙ্গায়িত এক স্বর্গীয় অনুভুতি।
অতঃপর, তোমার পুনরায় ফিরে আসা,
সেই পুরনো অবয়বে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ক্যানভাস ১৮/১১/২০১৪লজ্জা দিবেন না প্লিজ...
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৮/১১/২০১৪একটা রোমান্টিক অনুভুতি। আপনার প্রথম লেখাটি আপনার নামের মতই অনেক সুন্দর হয়েছে। আপনাকে আসরে স্বাগতম। চালিয়ে যান................
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ১৮/১১/২০১৪nice writing
-
অনিরুদ্ধ বুলবুল ১৭/১১/২০১৪হুমম্, অতঃপর যে যার 'ইউনিফর্ম' পরে নিলেই যার যার স্বকীয়তায় ফিরে আসা.... প্রাত্যহিক সাদামাটা জীবন.... কেবল ওইটুকুই যা জীবনের সুধা...