একটা ইচ্ছা
আর কিছুক্ষণ, কিছুক্ষণ.........
বেঁচে থাকতে চাই আমি,
সে আসবে এখন,
বলবো আমি আজ।
হে ভগবান, এই শেষ,
এই শেষ বার বলবো তাকে,
করার আগে জীবন অবশেষ।
দরকার নেই উত্তর,
দরকার নেই কিছু,
শুধু, একটা ছট্টো শব্দ,
“তোমায় ভালবাসি”
তারপর...............
বেঁচে থাকতে চাই আমি,
সে আসবে এখন,
বলবো আমি আজ।
হে ভগবান, এই শেষ,
এই শেষ বার বলবো তাকে,
করার আগে জীবন অবশেষ।
দরকার নেই উত্তর,
দরকার নেই কিছু,
শুধু, একটা ছট্টো শব্দ,
“তোমায় ভালবাসি”
তারপর...............
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুস্তাকিম মান্না ২৬/০৮/২০১৪সুন্দর
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৫/০৮/২০১৪বেশ ভাল লাগল।
-
একনিষ্ঠ অনুগত ২৫/০৮/২০১৪আকর্ষণীয় লেখা। বানানে একটু সতর্কতা দরকার।
-
নাবিক ২৫/০৮/২০১৪'আর কিছুক্ষন,কিছুক্ষন বেঁচে থাকতে চাই আমি'...প্রিয়াকে মনের কথা বলার জন্য বেঁচে থাকার আকুতিটা ভীষণ ভালো লাগলো|
-
শিমুদা ২৫/০৮/২০১৪শব্দ গুলো কেমন যেন।
ইছা নাকি ইচ্ছা?
কিছুক্ষুন নাকি কিছুক্ষণ? -
Shopnil Shishir(MD.Shariful Hasan) ২৫/০৮/২০১৪valo laglo
-
স্বপন রোজারিও(১) ২৫/০৮/২০১৪অপেক্ষায়, ভালবাসা মধুর হয়।