কৃত্তিম সীমা
সব সীমা ছাড়িয়ে
সব বাঁধা হারিয়ে
ছেড়ে ফেলে ছিলে ঝেড়ে
পুরোনো মাড়িয়ে
অগাধ পাওয়া
কিছু পাত্তা না দেওয়া
কিছু বা দেওয়া
আবার,
সবই একদিন ভুলে যাওয়া
নতুনের শুরু
কৃত্তিম গরু
বৃথা বুক দুরু দুরু
অজানা শেষ,অজানা শুরু...
সব বাঁধা হারিয়ে
ছেড়ে ফেলে ছিলে ঝেড়ে
পুরোনো মাড়িয়ে
অগাধ পাওয়া
কিছু পাত্তা না দেওয়া
কিছু বা দেওয়া
আবার,
সবই একদিন ভুলে যাওয়া
নতুনের শুরু
কৃত্তিম গরু
বৃথা বুক দুরু দুরু
অজানা শেষ,অজানা শুরু...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ১২/০৯/২০১৪ভাল লাগলো, কিন্তু কৃত্তিম গরু এই লাইনটা দিয়ে কি বুঝাতে চাচ্ছেন সঠিক বুঝলাম না ।
-
একনিষ্ঠ অনুগত ২৩/০৮/২০১৪বেশ ছান্দিক।।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৩/০৮/২০১৪বাহ বেশ লাগল।
-
শিমুদা ২৩/০৮/২০১৪ভাল লেগেছে। ছন্দে ছন্দে অন্তমিলে।
-
নাবিক ২৩/০৮/২০১৪valo laglo
-
আসোয়াদ লোদি ২২/০৮/২০১৪খুব সুন্দর !