বিরহ।১
ফুলের বিরহে গাছের পাতা মূর্ছায়ে যায়
এ বিরহ আবশিক,এ বোঝানো দায়,
চোখের জলে গাছের অস্থি মজ্জা শুকায়,
তবু বারি বয় থামতে না চায়।
বরিষে রাশি রাশি
এ যেন ইন্দ্রদেবের অট্টহাসি।
শুকনো দগ্ধ কাষ্ঠ যেন
কত কারণ বিকাশি...
এ বিরহ আবশিক,এ বোঝানো দায়,
চোখের জলে গাছের অস্থি মজ্জা শুকায়,
তবু বারি বয় থামতে না চায়।
বরিষে রাশি রাশি
এ যেন ইন্দ্রদেবের অট্টহাসি।
শুকনো দগ্ধ কাষ্ঠ যেন
কত কারণ বিকাশি...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ২১/০৮/২০১৪বাহ ভাল লাগল।
-
আবু আফজাল মোহাঃ সালেহ ২১/০৮/২০১৪ভাল লাগা রইল।
-
শিমুদা ২০/০৮/২০১৪জলের আভাস তবু শুকানোর ভয়
বিরহ তো এমনই হয়, সুন্দর বিরহের বর্ণনা। -
পিয়ালী দত্ত ২০/০৮/২০১৪ভাল লাগা রইল...