বৃষ্টির গান
টুপটাপ ঝরা বৃষ্টির ফোটা
ঝরিছে যেন গানের সুরে
ভিজিছে ধরণী
সিক্ত তরুণী,
গাইছে বৃষ্টির গান
সুরে সুরে, ভূবন জুড়ে ।
ভেজা ভেজা মেঠো পথটি
সাক্ষী ছিল সেই বিকেলের
ভিজে একাকার
নীরব ঈশ্বর ,
পাখী গাইছে না কলতান
শুনে গান বিরহের ।
আধার কাল মেঘের মাঝে
হেরে যাওয়া সেই প্রান্তরে
শুধু যাক ঝরে
নিঝুম দুপুরে,
একা একা আনমনে
সিক্ত হওয়া অন্তরে।
ঝরিছে যেন গানের সুরে
ভিজিছে ধরণী
সিক্ত তরুণী,
গাইছে বৃষ্টির গান
সুরে সুরে, ভূবন জুড়ে ।
ভেজা ভেজা মেঠো পথটি
সাক্ষী ছিল সেই বিকেলের
ভিজে একাকার
নীরব ঈশ্বর ,
পাখী গাইছে না কলতান
শুনে গান বিরহের ।
আধার কাল মেঘের মাঝে
হেরে যাওয়া সেই প্রান্তরে
শুধু যাক ঝরে
নিঝুম দুপুরে,
একা একা আনমনে
সিক্ত হওয়া অন্তরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ২৪/০৮/২০১৬ভাল
-
স্বপ্নময় স্বপন ২৪/০৮/২০১৬অনবদ্য!
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৮/২০১৬ভালো লাগলো।