অলস দুপুর
অলস দুপুরে
শুনছি বসে
পাখিটার মধুর গান
ডাকছে দূরে
করুন সুরে
নিরবতা করে ছানখান।
কষ্টে যেন
বুক ফেটেছে
ভেঙেছে অন্তর মন
আর্তনাদে
নিরাবতা যেন
ভেঙেছে সারাক্ষণ ।
কি তার চাওয়া
কি তার পাওয়া
বুঝি না তারই ভাষা
কেউ যেন তার
স্বপ্ন করে চুরমার
ভেঙেছে সকল আশা ।
মন ভাঙা সুর
অলস দুপুর
আর তার উদাসী মন
পুড়ে ছারখার
দুঃখে তাহার
গ্রীষ্মের নিরব বন।
শুনছি বসে
পাখিটার মধুর গান
ডাকছে দূরে
করুন সুরে
নিরবতা করে ছানখান।
কষ্টে যেন
বুক ফেটেছে
ভেঙেছে অন্তর মন
আর্তনাদে
নিরাবতা যেন
ভেঙেছে সারাক্ষণ ।
কি তার চাওয়া
কি তার পাওয়া
বুঝি না তারই ভাষা
কেউ যেন তার
স্বপ্ন করে চুরমার
ভেঙেছে সকল আশা ।
মন ভাঙা সুর
অলস দুপুর
আর তার উদাসী মন
পুড়ে ছারখার
দুঃখে তাহার
গ্রীষ্মের নিরব বন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রিয় ১০/০৭/২০১৬ঐ ছোট ছেলের ছবিটি যদি আপনার হয়,তবে এটা অসাধারণ কবিতা।
-
দেবাশীষ দিপন ০৮/০৭/২০১৬দারুণ।
-
সালাম আলী আহসান ০৮/০৭/২০১৬ভাল
-
গোপেশ দে ০৮/০৭/২০১৬সুন্দর
-
নাবিক ০৮/০৭/২০১৬
-
নাবিক ০৭/০৭/২০১৬কথাগুলো সুন্দর
-
দ্বীপ সরকার ০৭/০৭/২০১৬অনেক ভাবার্থ আছে।
-
দেবব্রত সান্যাল ২৩/০৪/২০১৬বানান ঠিক করুন ভাই