চক্ষুশূল
চুপচাপ যেন থাকতে হবে,
যতই করুক লোকে ভুল।
প্রতিবাদ যেই করছো তুমি,
তখন হবে লোকের চক্ষুশূল।
যতদিন তুমি সহ্য করবে,
কেউ করবে নাকো লাঞ্ছনা।
সেদিন ই তুমি খারাপ হবে,
বলবে যেদিন মানছো না।
চোখ থাকতেও অন্ধ হয়ে,
যেন থাকতে হবে এই যুগে।
খারাপ কে বললে খারাপ,
যাবে মানুষ ভীষণ রেগে।
কষ্ট গুলো রাখতে পারলে,
চাপা দিয়ে তোমার বুকে।
এই জীবনে আজও তুমি,
থাকতে পারবে অনেক সুখে।
যতই করুক লোকে ভুল।
প্রতিবাদ যেই করছো তুমি,
তখন হবে লোকের চক্ষুশূল।
যতদিন তুমি সহ্য করবে,
কেউ করবে নাকো লাঞ্ছনা।
সেদিন ই তুমি খারাপ হবে,
বলবে যেদিন মানছো না।
চোখ থাকতেও অন্ধ হয়ে,
যেন থাকতে হবে এই যুগে।
খারাপ কে বললে খারাপ,
যাবে মানুষ ভীষণ রেগে।
কষ্ট গুলো রাখতে পারলে,
চাপা দিয়ে তোমার বুকে।
এই জীবনে আজও তুমি,
থাকতে পারবে অনেক সুখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ৩০/০১/২০২০Good
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৯/০১/২০২০বাহ্