একটা গাছ
একটা গাছ বলছে আজ,
কমছি আমরা দেখো।
পৃথিবীটা যে উষ্ণ হচ্ছে,
কারণ টা মনে রেখো।
এই ভাবেই চললে একদিন,
ধ্বংস হবে সব সৃষ্টি।
এখনো তাই সময় আছে,
এদিকে দাও দৃষ্টি।
পরিবেশকে রক্ষা করতে,
করো বৃক্ষ রোপন।
প্রতিটি গাছকে এখন থেকে,
ভাবো তুমি আপন।
কাটা যাবে না আর বনভূমি,
যতই দরকার থাক ভীষণ।
বাঁচবে তখনই পুরো পৃথিবী,
আর কমবে এই দূষণ।
কমছি আমরা দেখো।
পৃথিবীটা যে উষ্ণ হচ্ছে,
কারণ টা মনে রেখো।
এই ভাবেই চললে একদিন,
ধ্বংস হবে সব সৃষ্টি।
এখনো তাই সময় আছে,
এদিকে দাও দৃষ্টি।
পরিবেশকে রক্ষা করতে,
করো বৃক্ষ রোপন।
প্রতিটি গাছকে এখন থেকে,
ভাবো তুমি আপন।
কাটা যাবে না আর বনভূমি,
যতই দরকার থাক ভীষণ।
বাঁচবে তখনই পুরো পৃথিবী,
আর কমবে এই দূষণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৮/১১/২০১৯
-
মোঃ বুলবুল হোসেন ২৬/১১/২০১৯গাছের বাচাতে হবে
পরিবেশ ঠিক রাখতে হবে -
কাজী জুবেরী মোস্তাক ২৬/১১/২০১৯ভীষণ ভালো লাগলো
ব্লগে স্বাগতম বন্ধু।